১২/১২/১২ তারিখের আগের দিন মানে কালকের কথা ।এক প্রাক্তন পাড়াত ফ্রেন্ডলিবড় ভাই মেসেজ দিল " কি করবা কালকে ?"।আমি পাল্টাপ্রশ্ন করলাম আপনে কি করবেন ? উনি বললেন ওনার ইয়েকে বারটা গোলাপ ফুল দেবে আর উনার ইয়ের কাছ থেকে নাকি বারো বার ..... আদায় করবে । আমি রোমান্টিকতায় পাথর ।এরপর যেহেতু আমার পালা আমি বললাম "আমার কোন ইয়েটিয়ে নাই তাই কোন প্লান নাই ।"উনি বললেন তাহলে একটা চমত্কার বুদ্ধি দেই তোমাকে , চুরি করো ,তারপর ইচ্ছা করে ধরা পড়ে ধোলাই খাও ,তুমি সহ তোমার আগের ও সামনের যারা আসবে সকল বংশধর মনে রাখবে তোমাকে আর কালকের দিনটাকে ।আমাকেনিয়ে এতবড় কমেডির পর কিছু বলা লাগে ।আমি বললাম আরে না না প্লান আছে ,দেখি কাউকে প্রোপজ করা যায় কিনা ।যদি একসেপ্ট করে করবে না করলে নাই কিন্তু স্বরণীয় হয়ে থাকবে আমার কাছে ।
রাত পাঁচটা পর্যন্ত মুভি দেখার কারণে ঘুম থেকে উঠে দেখলাম ১২টা বাজে ।প্রাইভেট ও কলেজ যাবার ১২টা বেজে গেল।যাক ১২ময় দিনের শুরু ১২ দিয়ে ।এরপর কলেজের এক বন্ধু বাসায় এসে বলল কলেজে নাকি সবাই সবাইকে হ্যাপি বারো তারিখজানিয়েছে অনেক মজা হয়েছে,শুধু আমি তাদের মাঝে নাই ।না এ হতে পারে না আমাকে উইশ করতেই হবে ।দুপুরের পদার্থ প্রাইভেটে সবাই আসবে ।আমিখাতার একটা পেজে সবাইকে উইশ করতে লিখলাম "তোমাদেরসবাইকে ১২/১২/১২ র শুভেচ্ছা ।দোয়া করি তোমাদের সবার বারোটা করে বিয়ে হউক ।" প্রাইভেট শেষে ঐ বন্ধুটি আবার একটা পেজ হাতে ধরিয়ে দিয়ে গেল ।তাতে আমার মুখের একটা ভয়ংকরটাইপ স্কেচ আঁকা,তার নিচে লেখা "তোমাকে ১২/১২/১২ এর শুভেচ্ছা ।দোয়া করি তুমি বছরে বছরে ১২টা সন্তানের বাবা হও ।" আমি পড়ার আনন্দে খাতার পেজ ছিড়তে গেলাম যেটাতে লিখব "তোরা অনেক ভাল ,আমি তোদের অনেক ভালবাসি ।"শেষে লিখতে গিয়েও লিখলাম না ।আমি নিশ্চিত এটা পড়লে এটা নিয়ে সবাই হাসাহাসি করে আমাকে পঁচাবে ।
আজকে প্রোপজ করার কথা আছে আমার ।মাথায় ছিল নারীকুলের তিনজনের কথা ।দুপুরে উঠেই প্রথম জনের মেসেজ "হ্যাপি ১২/১২/১২" ।এমন মেসেজ পাবার পর কারণ ছাড়াই ওকে লিষ্ট থেকে ডিলিট দিলাম ।অনেক অপেক্ষার পরও দ্বিতীয়জনেরসাথে দেখা হল না ।তৃতীয়জনের সাথে দেখা হলেও মাথায় আসলো একটু মজা করার জন্যে এতবড় অকাজ করা ঠিক না ।পুরো আইডিয়া ডিলিট ।
Comments
Post a Comment