পাখি
বন্দি তুমি বেঁচে
মনে অশান্তি
নেই জানালা
ছোট্ট এক খাঁচা
ডানা যাপটাও
তুমি নির্বাক
তুমি বন্দি
মনে উত্তাপ
তুমি ঠোঁটে কাটো
সব ভাঙতে
তুমি ডাকো,
স্বাধীনতা আনতে
তুমি একলা
মনে ভয়
নিয়তি কত শয়
ভয় নেই
চলতে চলতে
তুমি অনেক সুযোগ পাবে
তুমি উড়বে
ডানা খুলবে
তুমি গাইবে
সব দুলবে
তুমি হাসবে
তুমি নাচবে
তুমি শুনবে
কথা বলবে
এই সবতুমি করবে
তুমি করবেই
তুমি করবেই
বাঁধো স্বপ্ন
ভাঙো খাঁচা
পাখি হও
তুমিইইইপাখি হও
স্বপ্নের বাঁধো বাসা
স্বপ্ন সত্যি হবে।
Comments
Post a Comment