কিছু দূরের মানুষ কাছে আনে
করে কাছের মানুষ দূর
কেউ চায় লাইক, কেউ খোজে সুখ
এ আমার তোমার ফেসবুক
ভালবাসা এখানে গল্পে গল্পে শত-শত লেখায়
ভালবাসা কখনও উছলে পরে কারো লেখা কবিতায়
ভালবাসা এখানে আধুনিক ছন্দে জীবনের গান গায়
ফেকআইডির ফাঁদে পড়ে কত উঠতি ভালবাসা, পদ্মার জলে ডুবে যায়
কেঁদে কেটে একাকার, কারও হয় অনেক দুখ
এ আমার তোমার ফেসবুক
দেশ, মেছ, টুট টুট , লুতুপুতু কত ফান
আমি, আমি, আমি- স্টাটাস মারে চখাম
আমাত্তে বেশি বুঝে এমন সব রোগে ভুগে
ঝগড়া হয়, করে অপমান
বুড়োরা বলে যায় এমন কেন যুগ?
এ আমার তোমার ফেসবুক
দেশ জাতি উদ্ধার,
ও বন্ধু তুমি কার?
এসো, এসো, চ্যাটিং করি
করে যদি বাড়াবাড়ি,
দিয়ে এক মহা ঝাড়ি
তারপর ব্লক মার
শতশত রাজারানী, প্রোপিকে নায়িকার মুখ
এ আমার তোমার এন্জেলে ভরা ফেসবুক
Comments
Post a Comment