Skip to main content

Posts

Showing posts from July, 2015

"ঈদের নাটক (২০১৫)" এবার ঈদের যে নাটকগুলি দেখতে পারেন

কোথায় যেন শুনেছিলাম এবার ঈদে(২০১৫) মোট ১৮০টির মত নাটক মুক্তি পেয়েছে। বোঝাই যাচ্ছে এতগুলো নাটক দেখে শেষ করা মোটামুটি অসম্ভবের কাছাকাছি। এখানে কিছু ভাল মনে হওয়া নাটকের লিষ্ট দেয়া হল। ইউটিউব লিংক নিজ দায়িত্বে খুজে নেবেন। (নাটকের নামগুলো তিথী হোসাইনের স্টাটাস থেকে নেয়া হয়েছে) ঈদের ৭/৬ দিনের ধারাবাহিক নাটকঃ  সিকান্দর বক্স এখন রাঙ্গামাটি (মোশারফ করিম) অস্থির পারভেজ রাগ করে রাঙামাটি ঘুম বাবুর বিয়ে ভ্যানিটি ব্যাগ ফরমাল ইন অ্যাকশন ফ্যান্টাস্টিক তরফদার খায়েশ ঈদের দিনের মুক্তি পাওয়া নাটকের লিস্টঃ ছায়াসঙ্গি (মাহাফুজ, মম) Fanatic স্বল্পদৈর্ঘ্য বাংলা চলচিত্র  (তিশা, সাজু খাদেম) ক্রায়িং রুম (তিশা, ইরেশ যাকের) পে ব্যাক  (তিশা, জন) দ্যা সাইলেন্স  (তিশা, সজল) ভূতের ভয় (অপি করিম) জান কুরবান ( মোশারফ করিম, রিচি) ঈদের দ্বিতীয় দিনের মুক্তি পাওয়া নাটকের লিস্টঃ সেই রকম ঘুষখো র শেষ অধ্যায় টম অ্যান্ড জেরি লাভ ফাইনালি ভূতের ভয় এ জার্নি বাই পাস্ট যমজ ৩ শর্ট টেম্পার স্টোরি বোর্ড আকাশের ঠিকানা অনুমতি প্রার্থনা ক্রিকেট ক্

POPULAR TORRENT SITES 2017

1. thepiratebay.org   2. TORRENTZ     3. EXTRATORRENT   4. torlock.com/   5. yts.ag   7. RARBG   8. torrentproject   9. 1337X   10. tamilrockers      11. eztv.ag/   12. .torrentdownloads   13. limetorrents   14.  isohunt   15. bitsnoop.com/   16. sumotorrent.sx/

অতিথি

অতিথি লক্ষী না কি যেন একটা প্রবাদ আছে। আমার ক্ষেত্রে ঠিক উল্টা এটা। অতিথি এলেই একটা না একটা প্যাঁচ লাগে আমার এখানে। নতুন বাসায় ওঠার পর বাসা দেখতে প্রথম এল বন্ধু Mahmud Hasan । একঘন্টা জ্যামে বসে থেকে গরমে অতিষ্ট হয়ে আসার পর রুমে বসেই প্রথম কথা "ফ্যান দে। " আমি ছাদের দিকে করুন মুখে তাকালাম। ছাদ থেকে দুটো প্লাস মাইনাস তার বেরিয়ে। ফান মেঝেতে এককোনায় শুয়ে আছে। বাসায় ওঠার তিন চারদিন হলেও আলসেমিতে ফ্যান লাগানো হয় নাই। শেষ পর্যন্ত মুন্না নিজে টেবিল চেয়ার জোড়া দিয়ে ফ্যান লাগিয়ে দিয়ে গজগজ করতে করতে বিদায় নিলো। তারপর অতিথি হয়ে এল বন্ধু Bisal । বিশাল এল, ফ্যান দিলাম। বিশাল গোসল করতে গেল ফ্যান বন্ধ করলাম। গোসল করে এল, এবার ফ্যান দিলাম। কিন্তু ফ্যান আর ঘোরে না। এই গরমে অতি কষ্টে থাকা শুরু করল বন্ধুবর। আমি আজ নামাবো, কাল নামাবো করি কিন্তু ফ্যান আর নামানো হয় না। ঠিকও করা হয় না। বিশাল অতি বেদনায় হাসি মুখ করে থাকে। তার গার্লফ্রেন্ড ফোন করে। সে হাসি হাসি মুখে বলে অতি সুখে আছি। আমি ভাবি কিছু একটা করা দরকার। অনেক ভেবে চিন্তে সহজ সমাধান হিসেবে গোসলের জন্য আইসকুল সাবান কেনা হল-"গরমকে ছু