Skip to main content

Posts

Showing posts from September, 2015

তাকে অনেক ভালবাসি

হয়ত কোন বৃষ্টির দিনে জানালার কাচ সরিয়ে বৃষ্টিকে আবার এক মনে দেখবে সে। হয়ত বৃষ্টির ঝাপটায় একটু বেখেয়ালে অল্প অল্প করে শীতটা আবার গায়ে মাখবে। সে ভাববে এ কোন সুখ হয়ত ভাববে মেঘগুলো ঝরছে শুধু ঝরে পড়ছে চোখে বিস্তর মায়া নিয়ে দেখবে। আমি তার বৃষ্টিতে নেই আমি তার জানালায় নেই আমি তার কোথাও নেই যেগুলোতে আমি ছিলাম কিছুদিন আগে। তবু তাকে আমি ভালবাসি অনেক ভালবাসি, তাকে অনেক ভালবাসি। আমি অজানায় যাচ্ছি পথের সাথে হেঁটে উপরের এক টুকরো মেঘে তার দেয়া দিনগুলো নিয়ে যাচ্ছি। সে আছে হাজার পথ দূরে সে বৃষ্টি দেখছে একমনে। উপরে মেঘটা উড়ছে আমি জানি না সত্যি জানি না এ কি নিয়ে যাচ্ছি অজানায় তবু নিয়ে যাচ্ছি। না নিয়ে উপায় নেই তাকে আমি ভালবাসি অনেক ভালবাসি, ভালবাসি, তাকে অনেক ভালবাসি।