অন্যায়, অবিচার সব মেনে নিয়ে
মুখ বুজে থাকি।
মাথা কাটা হাজারো লাশের পাশে দাঁড়িয়ে
নিজেকে জিজ্ঞেস করি
আমার আর লাশের মিল কোথায়?
পেছন থেকে একটা মেরুদন্ডহীন কেঁচো চিৎকার করে বলে
লোকগুলো মেরুদন্ড সোজা রাখতে মাথা খুইয়েছেন
তোর মেরুদন্ড কই যে তুই বীরদের সাথে মিল খুজিস?
আমার সাথে মিল খোজ কাপুরুষ।
আমি কেঁচোর কাছে ছোট হয়ে যাই
আমার মেরুদন্ড পাই না পেছনে।
মুখ বুজে থাকি।
মাথা কাটা হাজারো লাশের পাশে দাঁড়িয়ে
নিজেকে জিজ্ঞেস করি
আমার আর লাশের মিল কোথায়?
পেছন থেকে একটা মেরুদন্ডহীন কেঁচো চিৎকার করে বলে
লোকগুলো মেরুদন্ড সোজা রাখতে মাথা খুইয়েছেন
তোর মেরুদন্ড কই যে তুই বীরদের সাথে মিল খুজিস?
আমার সাথে মিল খোজ কাপুরুষ।
আমি কেঁচোর কাছে ছোট হয়ে যাই
আমার মেরুদন্ড পাই না পেছনে।
Comments
Post a Comment