দুঃখ নিয়ে হাজার গান কবিতা লেখা আছে
সেগুলোতে তোমাকে কোথাও পাষানী বলে ডাকছে, কেউ নীলাঞ্জনা বলছে, কেউ তোমাকে বেলা বোস বলে ডাকে
কিন্তু মিল তো এক জায়গায়
তুমি যে নামেরই হও না কেন তুমি ছেলেটাকে ছেড়ে চলে গেছ।
মেয়ে তুমি কি জানো?
তুমি থাকো আর নাই থাকো গাছের পাতারা নড়বেই ,
তোমার জন্য কিন্তু বৃষ্টি পড়া বন্ধ হয় নি,
তোমার জন্য তোমাকে খুব মানিয়ে যাওয়া লাল রং এর সৃষ্টি হয় নি
না, তোমার সাথে এদের কোন সাথ নেই,
কিচ্ছু নেই,
কিচ্ছু না,
সব মিথ্যা
সব বানোয়াট।
শুধু একটি সত্যি তোমার জন্য রয়েছে
একটা স্বপ্নের সৃষ্টি
যেখানে তুমি রাণী
তোমার রাজত্ব
তোমার প্রেম ভিখারি ছেলেটির একটাই চাওয়া
চিরদিনে, চিরকালে পাশে থাকা
জন্মজন্মান্তর বা পরলোকে
যেখানে যাও সেখানে।
ছেলেরা হুর পরী বা নর্তকী চায় না
তোমার বিশ্বাস চায়, তোমার ভালবাসা চায় আর তোমাকে চায়।
মেয়ে তুমি অায়না ভেঙে ফেল
তুমি শিকল দিয়ে বাঁধো তোমার চুল
কবির বিক্ষিপ্ত মনকে শান্ত হতে দাও
তুমি জানো তুমি ছেলেদের কিচ্ছু দিতে পারবে না
না বিশ্বাস, না ভালবাসা, না তোমাকে।
যদি দিতেই না পারো তবে আত্মায় বাঁধো কেন?
তোমার স্মৃতি গল্প, কবিতা, গান হয়ে যায় কেন?
হতে দিও না।
আত্মায় বাঁধলে তাকে বিশ্বাস কর, ভালবাসো
মৃত্যু দিও না।
Comments
Post a Comment