Skip to main content

Posts

Showing posts from September, 2017

xiaomi mi 5 unlocked root rom flash bangla TWRP শাওমী রুট মি ৫ রম ফ্লাশ আনলক বুটলোডার TWRP বাংলা

হেনস্থা হবার একটা লিমিট থাকে। কোন অবৈধ্য কাজ করছি না, কোন অপরাধও করছি না। তারপরও এক রম ইন্সটল দিতে যা যা হইছে তা কল্পণার বাইরে ছিল। 😒 ডিভাইসের নাম xiaomi mi 5। সেই কবে বলছে miui 9 স্টাবল দেবে দেবে করছে। কিন্তু দেবার কোন খোজ নাই। মাস পার হয়ে যাচ্ছে। ঠিক করলাম কাস্টম রম দেব। প্রথমে MIUI ফোরামে দেখলাম mi 5এর মার্সম্যালোর স্টেবল রমটাই সবচেয়ে ভাল। ন্যোগাটের স্টাবল miui রমে বাগ এ ভর্তি। স্টাবল রমে এত বাগ থাকে জানতাম না। যদি বাগই থাকে তো সেটা স্টাবল বলার কোন দরকার আছে। XDA ফোরামে দেখলাম LineageOS, CyanogenMod, Resurrection Remix 7.1.2, AOSP 7.1.2, RESURRECTION REMIX M 5.7.0 ,Paranoid Android 7.2.0 এগুলোর ভালই রিভিউ দেয়া। দিয়েই দেখি একটা। তারপর থেকে যন্ত্রণার শুরু। প্রথমে ফোন আন লক করতে হয়। miui ফোরাম থেকে (কষ্ট করেই) আনলক করার পোস্ট পেলাম একটা। প্রথমে শাওমির ওয়েব সাইটে দরখাস্ত দিতে হয়। -_- সেটা দিতে গিয়েও প্রবলেম। নামের যায়গায় নাম দিচ্ছি নেয় না। লেখা আসে কারেক্ট নাম দিতে। নিজের নাম, ফোনের নাম, ভার্সনের নাম, পরে ফ্রেন্ডদের নাম দিয়েও ট্রাই করলাম। কোনটাই নাকি কারেক্ট নাম না। পরে ফোরামে গিয়ে

হাজার বছরের পুরোনো রাত

ঈদের ছুটি শেষ। অখন্ড অবসর কাটিয়ে সবাই কাজে ফিরছে। ক্রুচার কম বয়সী যুবক। পড়াশোনা শেষ করে মহাকাশে মার্ক ২৫ স্পেসশীপের টেকনিশিয়ান পদে চাকরি করছে। ক্রুচার ব্যাগবোঁচকা নিয়ে মোহম্মদপুরের বাড়ি থেকে রওনা দিলো। গন্তব্য মহাখালী ফ্লাই ওভারের পাশের স্পেস স্টান্ড। সন্ধ্যায় মহাখালী থেকে এয়ার ট্রেন যাত্রীদের মহাকাশে নিয়ে যাবে। ঢাকার রাস্তার কোন ঠিক নেই। ৭১ ঘন্টাও জ্যামে আটকে থাকার অভিজ্ঞতা আছে ক্রুচারের। আগে চাইলে ফুটপাতে হেঁটে অন্তত গন্তব্যে পৌছানো যেত। তার বাবার মুখে ফুটপাতের গল্প সে অনেক শুনেছে। এখন ফুটপাতে জুড়ে প্নেন ভাজ করে রাখা। হাঁটার উপায় নাই। ঢাকার প্রায় প্রতিটা পরিবারেরই নিজস্ব প্লেন আছে। কিছু টাকা হলে ক্রুচারও একটা প্লেন কিনে ফেলবে। ক্রুচারকে অবাক করে দিয়ে সকালে রওনা দিয়ে বিকেলের দিকেই জ্যাম ঠেলে মহাখালীতে পৌছে যেতে পারল সে। পৌছে যাত্রী বেডে শুয়ে অপেক্ষা শুরু করল। ব্যাপারটা বেশ ভাল যাত্রীদের যাতে অসুবিধে না হয় তাই বালিশ তোষক সহ বিছানার ব্যবস্থা করা দিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী সজিব ওয়াজেদ জয়। স্পেস ট্রেন ছাড়ার আরো চার দুই ঘন্টা বাকি। শুয়ে শুয়ে নানান চিন্তা ঘুরপাক খাচ্ছে। হঠাৎ তার ত্রিশ