Skip to main content

Posts

Showing posts from 2018

শহীদ শেখ ফজলুল হক মনির ৮০তম জন্মদিন

আজ ৪ ডিসেম্বর। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮০তম জন্মদিন। প্রতিভাবান রাজনীতিক ও সাংবাদিক শেখ মনি ১৯৩৯ সালের আজকের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে শেখ ফজলুল হক মনির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ,সভায় সাধারণ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন হারুনুর রশীদ। সভায় আওয়ামী যুবলীগের অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় ওমর ফারুক চৌধুরী বলেন , বঙ্গবন্ধু এক ঘেয়েমীর রাজনীতি থেকে বেরিয়ে নতুন যুগের সুচনা করতেই শেখ ফজলুল হক মনিকে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান করেন। ১৯৭৫ সালে ১৫ অগাস্ট বঙ্গবন্ধুর সঙ্গে একই রাতে ঘাতকের বুলেটে নিহত হন শেখ মনি ও তার স্ত্রী বেগম আরজু মনি।

Types Of Shots (Exeperiment on a Heavy Gamer)

Advertising Assignment

Types of Advertising

1.product alone-  2.Product in a setting  3.Product in use or action 4.Result of a product use 5.comparison or Contrast 6.Magnification of detail 7.Syambolic illustration- 8. Dreamstime of headline

অকালে চলে গেলেন "শ্রীদেবী কাপুর" বলিউডের প্রথম নারী সুপারস্টার | Sridevi Kapoor passed away | Breaking News 2018 |

শ্রীদেবী কাপুর ,  যেন বিশ্বাসই হয় না এই বলিউড মহারানী আর বেঁচে নেই। কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে গত   বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী ২০১৮ তারিখে) দুবাইতে কার্ডিয়াক ব্যাথার পর শেষ নিশ্বাস ত্যাগ করেন। বৃদ্ধ থেকে তরুণ সকল বয়সের দর্শকদের মন জয় করেছিলেন তিনি। জীবনের নানা চড়াই উতরাই  পেরিয়ে আজ তিনি স্মৃতির পাতায় বেঁধে নিলেন নিজেকে। শ্রীদেবী শ্রীদেবী 1963 সালের 13 আগস্ট তামিলনাড়ুর শিভাকিতে জন্মগ্রহণ করেন, তামিল পিতার আযান এবং তেলেগু মাতা রাজেশ্বরী। তার বাবা ছিলেন আইনজীবী। তিনি একটি বোন এবং দুই ধাপে ব্রাদার আছে। 1980-এর দশকে মিঠুন চক্রবর্তীর শ্রীদেবী সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। শ্রীদেবী মিঠুন চক্রবর্তীের সঙ্গে রাকেশ রোশনের জগ উথা ইনসান (1984) -এর প্রেমে পড়েছিলেন।  শ্রীদেবী ও মিঠুন চক্রবর্তী যৌথভাবে বিয়ে করেন এবং মিঠুন চক্রবর্তী তার স্বজনদের বিয়ের কার্ড প্রকাশ করে সংবাদপত্রের কাছে তা স্বীকার করেন শ্রীদেবী 1996 সালে অভিনেতা অনিল কাপুর এবং সঞ্জয় কাপুরের বড় ভাই বোনি কাপুরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই মেয়ে ঝানভি ও খুশি। পেশা শিশু শিল্পী (1967-1975) হিসাবে প্রারম্ভিক বছর শ্

"থাকছি আমি অপেক্ষাতে"

একটু কথা বললে না হয় আজ লুকিয়ে আস্ত একটা সাগর আমার যায় শুকিয়ে উড়িয়ে দাও না রাগগুলোসব এই আকাশে নিচ্ছি আমি দোষগুলো সব আমার পাশে রাত দুপুরে মারছো আমায় মায়ার ফাঁদে জানলা দিয়ে আঁধার ঢোকে আর্তনাদে মৃত্যু দুঃখে সুখের খোজে রাতের শেষে অপেক্ষাতে থাকছি আমি অপেক্ষাতে

নাওডাঙ্গা জমিদার বাড়ি

নাওডাঙ্গা জমিদারবাড়ি, ফুলবাড়ি Naodanga jomidar bari , fulbari অবস্থান - বর্তমান ভারত সীমান্তের কোল ঘেষা কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা সদর থেকে পশ্চিম উত্তর কোণে প্রায় ৭ কি . মি দুরে প্রকৃতির অবয়ব নিয়ে কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে নাওডাঙ্গা   জমিদার বাড়ি। জমিদার , জমিদারী শসন , প্রজা , গোমস্থা বিহীন সেটি এখন অরক্ষিত। কালের স্বাক্ষী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা জমিদার বাড়ি। অবিভক্ত ভারত বর্ষে অনেক আগে নাওডাঙ্গা পরগনার জমিদার বাহুদুর শ্রী যুক্ত বাবু প্রমদা রঞ্জন বকসী এটি নির্মাণ করেন। তার শাসন আমলে এই পরগণার অধিন বিদ্যাবাগি , শিমুলবাড়ি , তালুকশিমুলবাড়ি , রসুন শিমুলবাড়ি , কবিরমামুদ প্রভৃতি জায়গায় শান্তি সুবাতাস ছিল। রাজারহাটে পাঙ্গা এলাকায় বাবু প্রমদা রঞ্জন বকসীর আর একটি জোত ছিল। এটি দেখাশুনারসহ পূর্ন পরিচালনার ভার ন্যস্ত ছিল যুক্ত বাবু বসীর উপর। কুমার বাহাদুর বীরেশ্বর প্রসাদ বসী , বিশ্বেস্বর প্রসাদ বকসী ও বিপুলেম্বর প্রসাদন বকসী এ