একটা দিন, খুব রঙিন, তোমায় দেখার নেশায়
একটা রাত, ধরে তোমার হাত, চলো হাঁটি তারায় তারায়
একটা মন, চায় এখন, চলি একি সুরের ভেলায়
শতবার, ঠিকি শতবার, বলা হয়নি যা ছিল বলার
একদিন, করব মন স্বাধীন, যাবো বুকের সব সাহস নিয়ে
ওরে রাত, তুই জেগে থাক, বল না কি বলব তাকে গিয়ে?
কি যে হায়, কি করা যায়, যদি দেয় আবার ফিরিয়ে!
যদি মিথ্যে হয়, সব স্বপ্নময়, মন ভাঙা জীবন নিয়ে
শ-তো আশা, সব কুয়াশা, আলো ফুটবে কতক্ষণে
শুধু মৌনতা, নেই যোগ্যতা, আমার এবাগানে
শত কল্পণা, কিছু জলপ্না, সবি সব তোমায় নিয়ে
ও লাল পরী, নাকি নীল পরী, আনবই তোমায় ছিনিয়ে।
Comments
Post a Comment