Skip to main content

Posts

Showing posts from August, 2017

Abar ( আবার ) Lyrics - Minar Rahman

Abar ( আবার ) Lyrics - Minar Rahman তুমি কি আমার হাসি মুখের আবার কারন হবে ?  তুমি কি আমার শত ভুলের আবার বাড়ন হবে ? দেবো না জল আসতে চোখে ,  কোনদিনও আর ,  আর একটি বার দাও যদি জল মোছার অধিকার । তুমি কি আমার হাসি মুখের আবার কারন হবে?  তুমি কি আমার শত ভুলের আবার বাড়ন হবে ?  আমি তোমার নতুন ভোরের সূর্য হতে চাই ,  আমি আবার তোমার আসার প্রদীপ হতে চাই ।  দেবো না জল আসতে চোখে,  কোনদিনও আর,  আর একটি বার দাও যদি জল মোছার অধিকার ।  তুমি কি আমার হাসি মুখের আবার কারন হবে?  তুমি কি আমার শত ভুলের আবার বাড়ন হবে?  মুছে ফেলো অভিমানের দাগটি তুমি এবার,  হাসির আলো,  আমায় করো আলোকিত আবার । দেবো না জল আসতে চোখে,  কোনদিনও আর,  আর একটি বার দাও যদি জল মোছার অধিকার।  তুমি কি আমার হাসি সুখের আবার কারন হবে?  তুমি কি আমার শত ভুলের আবার বাড়ন হবে? Song: Abar Singer: Minar Lyrics: Snahashish Ghosh Music: Rezwan Sheikh Cast: Siam & Saira DOP: Suman Sarker Direction: Mahmudur Rahman Hime Asst director team: Emran Robin, Dipto Sikder, Sayeed Ahmed, Zamal Ahmed Edit, color and grading: Mahmudur Rahman Hime Label: S

chokh by minar rahman lyrics (চোখ মিনার রহমান লিরিক)

chokh by minar rahman lyrics (চোখ মিনার রহমান লিরিক) আমি তোর চোখের দিকে তাকিয়ে কিছু বলতে চাই তোকে , আমি তোর মনটা ছুঁয়ে  স্বপ্ন  দিয়ে আঁকবো যে তোকে । তুই থাকলে রাজি , ধরবো বাজি , কোন কিছু না ভেবে । তুই থাকলে রাজি , ধরবো বাজি , কোন কিছু না ভেবে ।  একটু নয় , অনেক বেশি ভালোবাসি তোকে । ও...একটু নয় , অনেক বেশি ভালোবাসি তোকে । তুই তাকালে মেঘের পালে ডানা মেলে উরে গাঙচিল , তোর ইশারা দিচ্ছে সাঁরা , হৃদয় সুখের অন্ত্যমিল । তোর ইশারা দিচ্ছে সাঁরা , হৃদয় সুখের অন্ত্যমিল ।  তুই থাকলে রাজি , ধরবো বাজি , কোন কিছু না ভেবে ।   তুই থাকলে রাজি , ধরবো বাজি , কোন কিছু না ভেবে ।  খুব অদূরে রাত্রি ভোরে ইচ্ছে গুলো হচ্ছে নিখোঁজ , জানাশোনা তোর বায়না আনমনা হই আমি অবুঝ ও...অ...ও...। তুই থাকলে রাজি , ধরবো বাজি , কোন কিছু না ভেবে । একটু নয় , অনেক বেশি ভালোবাসি তোকে ।  ও...একটু নয় , অনেক বেশি ভালোবাসি তোকে । Song : Chokh Singer : Minar Rahman Lyric : Mehedi Hasan Limon Tune : Nazir Mahamud Music : Musfiq Litu Album : Minar's Chokh Label : Central Music and Video [CMV] Released Date : 09

Ekakitte Lyric | Prince Mahmud Featuring Minar | 2017 একাকিত্বের কোন মানে নেই লিরিক

একাকিত্বের কোন মানে নেই কোন মানে নেই নীরব চিত্তের কোন গান নেই কোন গান নেই হলদে বাতাসে ওড়ে খসে পড়া পাখির পালক স্মৃতি জাল হাতড়ে মরে কোন এক  বিষন্ন  বালক আজ সে কোথায় আছে কোথা সে রঙের শহর সেখানে কি গাঢ়হ রাত হয় নেমে আসে কাক ভোর আজ সে কোথায় আছে Singer : Minar Rahman Album : Bhumiputro Lyric : Prince Mahmud Tune : Prince Mahmud Music : Emon Chowdhury Photography : Kaushik Ikbal Video by : Prekhagriho (Shahriar Polok) Label : G Series

Tamak Pata By Ashes Lyrics ► তামাক পাতা আশেজ লিরিক্স জুনায়েদ ইভান

তুমি তামাক ধরাও তামাক ধরাও আগুন জ্বালিয়ে দাও। আগুন জ্বালালে উড়ে যাবে পাখি মনা আগুন জ্বালালে উড়ে যাবে পাখি। নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে। জটিল করলে জটিল হবে, সহজ করলে সহজ। মাথার ভিতরে গাঁজা ঘুরে গাঁজার ভিতরে মাথা গাজার ভিতরে মাথা ঘুরে তামাক বৃক্ষের পাতা। তুমি মাঝে মাঝে আমার কাছে কবিতা চাইতা তুমি মাঝে মাঝে আমার কাছে কবিতা চাইতা মনের বিরুদ্ধে কবিতা লিখতাম আমি মনের বিরুদ্ধে কবিতা লিখতাম মনের বিরুদ্ধে কি? কবিতা লেখা যায় রে? জটিল করলে জটিল হবে, সহজ করলে সহজ। মাথার ভিতরে গাঁজা ঘুরে গাঁজার ভিতরে মাথা, গাজার ভিতরে মাথা ঘুরে তামাক বৃক্ষের পাতা। তুমি মাঝেমাঝে তোমার মাঝে আমারে চাইতা! তুমি মাঝেমাঝে আমার মাঝে তোমারে চাইতা! আমি মনের বিরুদ্ধে নিজেরে দিতাম হায় আমি! মনের বিরুদ্ধে নিজেরে দিতাম হায়! মনের বিরুদ্ধে কি? নিজেরে দেয়া যায় রে? জটিল করলে জটিল হবে, সহজ করলে সহজ। মাথার ভিতরে গাঁজা ঘুরে গাঁজার ভিতরে মাথা, গাজার ভিতরে মাথা ঘুরে তামাক বৃক্ষের পাতা। নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে... tamak pata lyrics in english tamak pata lyrics mp3 tamak pata l

আমার কাছে তুমি মানে | Amar Kache Tumi Mane - Lyrics

আমার কাছে তুমি মানে সাত রাজার ধন আমার কাছে তুমি মানে অন্যরকম আমার কাছে তুমি মানে আমার পোষা পাখি তাই দিনে রাইতে চোখ বুজিয়া তোমায় আমি দেখি তোমার কাছে হয়ত বন্ধু আমি কিছু নাহ তাইতো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি নাহ আমি মানে তুমি আর তুমি মানে আমি আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি আমার কাছে তুমি মানে আমার সব কিছু তাই পাগলের মত ছুটি তোমার পিছু আমার কাছে তুমি মানে সাদা মেঘের ভেলা নাহ দেখিলে মুখটা তোমার মন হয় উতালা তোমার কাছে হয়ত বন্ধু আমি কিছু নাহ তাইতো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি নাহ আমি মানে তুমি আর তুমি মানে আমি আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি আমার কাছে বন্ধু তুমি রাইতে ধ্রুব তারা তোমায় আমি রাইত জাগিয়া দেই বন্ধু পাহাড়া আমার কাছে বন্ধু তুমি সাত সাগরের ঢেউ কত্ত ভালোবাসি তোমারে জানেনারে কেউ তোমার কাছে হয়ত বন্ধু আমি কিছু নাহ তাইতো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি নাহ আমি মানে তুমি আর তুমি মানে আম আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি Lyric & tune : Tasrif amar kache tumi mane song lyrics bangla amar kache tumi mane chords amar kache tumi mane mp3 download ama

Khabor Diyo Hothat Kanna Pele Lyric (খবর দিও হঠাৎ কান্না পেলে লিরিক) | Joy Sarkar | (দুঃখ তোমার কেড়ে নিতে চায় যত)

Vocals, Guitars, Piano - Joy Sarkar   "দুঃখ তোমার কেড়ে নিতে চায় যত, এমন একটা নাছোড়বান্দা ছেলে। দুঃখ তোমার কেড়ে নিতে চায় যত, এমন একটা নাছোড়বান্দা ছেলে। সুখের দিনে নাই বা পেলে পাশে, খবর দিও হঠাৎ কান্না পেলে। দুঃখ তোমার কেড়ে নিতে চায় যত, এমন একটা নাছোড়বান্দা ছেলে। সুখের দিনে নাই বা পেলে পাশে, খবর দিও হঠাৎ কান্না পেলে। তোমার খবর ভুল ঠিকানায় চিঠি, তোমার খবর গেরোস্থালির গান, কেমন আছো? আগেও যেমন ছিলে? বৃষ্টি ভেজা এক জীবনের স্নান। এক জীবনের বৃষ্টি দিয়ে তুমি, সারাজীবন ভিজিয়ে দিয়ে গেলে, একজীবনের বৃষ্টি দিয়ে তুমি, সারাজীবন ভিজিয়ে দিয়ে গেলে। মেঘলা দিনে নাই বা পেলে পাশে, খবর দিও হঠাৎ কান্না পেলে। হাতের পাতায় ভুলের বসত বাটী, দূরের তারায় আকাশ ধোয়া জল, বেঁচে থাকার এই টুকুই সম্বল। হয়তো আমি ধূসর কোনো আলো, অনাদরে ভাসিয়ে দিয়ে গেলে। হয়তো আমি ধূসর কোনো আলো, অনাদরে ভাসিয়ে দিয়ে গেলে। মেঘলা দিনে নাই বা পেলে পাশে, খবর দিও হঠাৎ কান্না পেলে। মেঘলা দিনে নাই বা পেলে পাশে, খবর দিও হঠাৎ কান্না পেলে।" Vocals, Guitars, Piano - Joy Sarkar Lyrics- Rajib Chakrab

প্রথম আলো ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বাংলাদেশে সর্বাধিক বিক্রির কারন / The reasons for the biggest selling paper Prothom Alo and Bangladesh Protidin in Bangladesh

প্রথম আলো প্রথম আলো বাংলাদেশ থেকে প্রকাশিত বাংলা ভাষার দৈনিক সংবাদপত্র। ১৯৯৮ সালের ৪ নভেম্বর প্রথম আলো পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। দৈনিক পত্রিকাটি ব্রডশিট ও অনলাইন সংস্করণের মালিক ট্রান্সকম গ্রুপ। মতিউর রহমান এ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। তিনি ২০০৫ খ্রিষ্টাব্দে রেমন ম্যাগসেসাই পুরস্কার পান। ২০০৮ খ্রিষ্টাব্দ থেকে তিনি এ পত্রিকাটির প্রকাশক হিসাবেও দায়িত্ব পালন করছেন।  প্রথম আলো 'ব্রডশিট' আকারে মুদ্রিত হয়। পত্রিকাটি সামাজিক আন্দোলনের স্লোগান হিসাবে প্রথমে যে শ্লোগানটি বলে তা হলো 'যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো'। ২০০৮ খ্রিষ্টাব্দে তা পরিবর্তন করে 'বদলে যাও, বদলে দাও' শ্লোগানটি গ্রহণ করা হয়। ২০১৩ সালে প্রথম আলোর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নতুন স্লোগান করা হয় 'পথ হারাবে না বাংলাদেশ। এটির সদরদপ্তর সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ তে অবস্থিত। বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ থেকে প্রকাশিত বাংলা ভাষার দৈনিক সংবাদপত্র। এটির প্রকাশনা ২০১০ সালে চালু হয়। এটির সম্পাদক হচ্ছেন নঈম নিজাম। এই পত্রিকার

নৌকায় ছিনতাই

যাত্রীদের সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন উপায়ে ছিনতাইয়ের অভিযোগ পাওয়া যাচ্ছে সদরঘাটের ছোট নৌকা গুলোতে। গত মাসের ১৮ তারিখে চায়ে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে ছিনতাই করা হয় বলে দাবি করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র শেখ শুভ। শুভ সেদিনের ঘটনা তুলে ধরে বলেন, "ভাসমান একটি নৌকা থেকে চা কিনে খাবার পর আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফিরলে দেখি আমার ফোন, মানি ব্যাগ, ঘাড়ের ব্যাগ কিছু নেই।" সেখানে বিভিন্ন ফলের দোকান ও সদরঘাটের কুলিদের কাছ থেকে জানা যায় প্রায়ই ছোট ছোট নৌকা গুলোতে এমন ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেখানে একটি নৌকার মাঝি মন্টু কে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি দাবি করেন এমন ঘটনা আগে হতো এখন হয় না। তিনি জানান "১০টাকায় এপার ওপার করার জন্যই বেশি মানুষ নৌকায় ওঠে। এসব নৌকা ঘাট থেকে দূরে যায় না। কিছু মানুষ নৌকা রিজার্ভ নিয়ে ঘোরে। তারা কখনও দূরে চলে যায়। তখন এমন ঘটতে পারে কিন্তু ঘাটে এমন ঘটার সম্ভাবনা কম। " শুভ বলেন "আমি এক ঘন্টার জন্য নৌকা ভাড়া করে সদর ঘাট থেকে বাবুবাজার ব্রিজের দিকে যাচ্ছিলাম। এসময় আরেকটি ভাসমান নৌকা এসে বলে চা খাবো কিনা। আমি সেখান থেকে চা কিনে

হল থাকার পরও বঞ্চিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজেদের হল থাকার পরও তা থেকে তারা বঞ্চিত হচ্ছে আশির দশক থেকে। পুরান ঢাকার সদরঘাটের আশেপাশে বিভিন্ন স্থানে থাকা তৎকালীন জগন্নাথ কলেজের নয়টি আবাসিক হল এখনও প্রভাবশালীরা দখলে রেখেছে। খোজ নিয়ে জানা যায় ১৯৮৫ পর্যন্ত ওইসব হলে শিক্ষার্থীরা বসবাস করে আসছিলেন। ওই বছরের ৮ ফেব্রুয়ারি আরমানিটোলায় স্থানীয়দের সঙ্গে শহীদ আব্দুর রহমান হলের শিক্ষার্থীদের সংঘর্ষের পর তিনটি বাদে বাকি হলগুলো বন্ধ করে দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে পাটুয়াটুলীর ওয়াইজঘাট ৮ ও ৯ নম্বর জিএল পার্থ লেইনের ‘তিব্বত হল’ দখলের অভিযোগ রয়েছে সংসদ সদস্য হাজী সেলিমের বিরুদ্ধে। আওয়ামী লীগ নেতা হাজী সেলিম ‘গুলশান আরা সিটি মার্কেট’ নির্মাণ করেন নিজের স্ত্রীর নামে। বর্তমানে ওই জায়গায় মার্কেটের পাশে পুরনো হলটির পরিত্যক্ত কিছু অংশ ও ভাঙা দেয়ালসহ কিছু চিহ্ন দেখা যায়। বেদখলে রয়েছে আরমানিটোলার মাহুতটুলির শহীদ আনোয়ার শফিক হলটিও। স্থানীয় প্রভাবশালীরা পুরনো ভবন ভেঙে ফেলেন। এখন সেখানে টিন, হার্ডওয়ার ও ফার্নিচারের গোডাউন রয়েছে। হার্ডওয়্যারের দোকান হয়েছে টিপু সুলতান রোডের ১৫, ১৭ ও ২০ যদুনাথ বসাক লেইনের

অবৈধ্য বাসস্টান্ড

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২য় প্রবেশদ্বার বন্ধ করে সেখানে বাহাদুরশাহ পরিবহনের অবৈধ্য বাসস্টান্ড তৈরি করা হয়েছে বলে দাবি করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরজমিনে গিয়ে দেখা যায় বাহাদুরশাহ পরিবহনের বারটি মিনি বাস দাড় করিয়ে রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়ের বন্ধ গেটটির সামনে। সেখানে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব দুটি দ্বিতল বাসও রয়েছে। এরই পাশে যে যাত্রী ছাউনি ছিল তা রিকশা মেকানিকের দোকান হয়ে গেছে। ফুটপাত চলে গেছে হকারদের দখলে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী জানান," বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের একাংশে উন্নয়ন কাজ চলছে। একারণে গেট বন্ধ থাকতে পারে। " গেট বন্ধ থাকলেও বাস পার্কিংয়ের সুবিধা দেয়া ঠিক হয়নি বলে তিনি অভিমত দেন। নাম প্রকাশে অনিচ্ছুক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষার্থী বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতারা বাহাদুরশাহ পরিবহনের কাছ থেকে মাসোহারার বিনিময়ে এখানে বাসস্টান্ড করার সুযোগ দিয়েছেন। তারা হকারদের কাছ থেকেও নিয়োমিত চাঁদা তোলে।" তিনি আরও বলেন, "বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যাওয়া আসা করা সকল বাস কোম্পানি থেকেও চাঁদা তোলা হয়। একা

ডাস্টবিনের বাক্স চুরি

রাজধানীর সদরঘাট এলাকায় সিটি করপোরেশনের উদ্যোগে বসানো ডাস্টবিনের বাক্স গুলো চুরি হয়ে যাচ্ছে। এদিকে ডাস্টবিনের অভাবে নোংরা হচ্ছে পরিবেশ। সরজমিনে গিয়ে দেখা যায় কিছু দূর পরপর যে বসানো ডাস্টবিনের বাক্স বসানো ছিল তার বেশির ভাগই নেই। যেগুলো পড়ে আছে সেগুলোও ব্যবহারের অযোগ্য। সেগুলোতে কোন না কোন সমস্যা রয়েছে। কো নটায় বাক্স নেই, কোনটায় বাক্স থাকলেও সেগুলো দুমড়ানো মুচড়ানো। স্থানীয়দের মতে সিটি করপোরেশনের কর্মচারীরা ডাস্টবিন বসিয়ে চলে গেছে। কিন্তু তদারকির কেউ নেই। লক্ষিবাজারের এক চা বিক্রেতা এনামুল বলেন,"রাতের আধারে নেশাখোর স্থানীয়রা এসব চুরি করে।" সিটি করপোরোশনের পরিচ্ছন্নতা কর্মী মমতাজ বলেন" ডাস্টবিন বসানোর পরের দিনই চুরি হয়েছে কিছু। এখনতো অনেকগুলোই নেই।"

চোরাই যন্ত্রাংশের ব্যবসা

প্রতীকি ছবি রাজধানীর সকল প্রকার চোরাই গাড়ির যন্ত্রাংশ চোরাকারবারির মাধ্যমে বেঁচাকেনা হয় সদরঘাটের ধোলাই খালে। অবৈধ্য ভাবে সবার চোখের সামনে চলছে এই চোরাই যন্ত্রাংশের ব্যবসা। বহুদিন থেকেই এ ব্যবসা করে টাকা আয় করছে সাধারণ মানুষ। স্থানীয় মানুষের কাছে জানা যায়, যারা এই যন্ত্রাংশের ব্যবসা করছেন তারা রাজনৈতিক ভাবে প্রভাবশালী পুরানঢাকার স্থানীয়। ফলে তাদের বিরুদ্ধে প্রশাসন কোন পদক্ষেপ নিতে পারে না। সবার চোখের সামনেই চলে এই চোরাই ব্যবসা। (কাল্পনিক সংবাদ)