এই শীতের মাঝে একটা পাতলা টি শার্ট পরে বসে আছি । গায়ে ঠান্ডা লাগছে । গায়ে কাঁটা দিয়ে উঠছে কিছুক্ষণ পরপর । ইচ্ছে করে লাগাচ্ছি । বড় কোন লেখক হলে সুন্দর কোন উপমা দিতেন এই ব্যাপারটাতে । আমি সোজাসুজিই বলি- কিছু কষ্ট থাকে তাদের এড়াতে অন্যকোন কষ্টকে আকড়ে ধরতে হয় আমিও তাই করছি , ঠান্ডা লাগাচ্ছি । ফলাফল হাতে হাতে, মাথাটা অনেকদিন পর হালকা হালকা লাগছে । কাজ নেই , কোন তাড়া নেই । সব ব্যস্ততাকে বাইবাই বলেছি অনেকদিন হল । না , কথাটা ভুল বললাম । কোন দিন আমি ব্যস্ত কেউ ছিলাম না । মানুষ কত ব্যস্ত । আমি মানুষ থেকে দূরে সরে যাচ্ছি । না অমানুষ হচ্ছি তা না , "মানুষের মত মানুষ" বলে একটা কথা আছে সেই কথার "মানুষ" টাকে বুঝাচ্ছি । আমার চারপাশে সব "মানুষ" এর ছড়াছড়ি , সবাই কত ব্যস্ত , কত টেনশন তাদের ! সবাই ভবিষ্যৎ বুনতে ব্যস্ত । একটা বিষয় আমি সবসময় এমন মানুষগুলোর কাছে পাই । সেটা আর কিছুই না "স্বার্থপরতা" র কথা বলছি । আমিও হতে চাই কিন্তু তাদের মত স্বার্থপরতাকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে পারি না । আমার জীবনের ব্যর্থতা গুলোর মাঝে এইটা একটা । মনোবিজ্ঞানের বিষয়ের মাঝে এই স্বার্থপরতাও পড়ে । SSC পরীক্ষার পর যখন আমার বিভাগের সবাই ম্যাথ প্রাইভেট , ক্যামিস্ট্রি প্রাইভেটে দৌড়তে ব্যস্ত তখন আমি নাকের উপর চশমা বসিয়ে শুয়ে শুয়ে মনোবিজ্ঞান বই পড়ছি । জীবন বাঁচাতে পড়ছিলাম , মানুষ হতে পড়ছিলাম । কোন মানুষ? ব্যস্ত মানুষ গুলোর দলে যেতে । কারণ আমার বয়সী সবাই জীবনকে ভালই চিনেছে , জেনেছে সমাজ কেমন , সবাই তখন জানে রিকশাঅলাকে লাই দিতে নাই , বন্ধুদের কারণে অকারণে ঠকালে কিছু হয় না , কথা না রাখা তেমন কোন বড় ব্যাপার না , ধনী বলে একটা আলাদা সমাজের একদল মানুষ আছে , আবার গরীব বলেও একটা আলাদা সমাজের একদল মানুষ আছে , প্রতিপদে নিজের স্বার্থকে জয়ী রাখতে হয় , কিভাবে টিকে থাকতে , কাকে কতটুকু ভালবাসতে হয় , কতটুকু দূরে ঠেলতে হয় , কার সাথে কথা বলতে গেলে গলায় মধু ঢালতে হয় , কার সাথে উঁচু ভাষায় কথা বলতে হয় এরকম আরও অনেক কিছু । তখন আমি সবার সাথে মিশতে গিয়ে দেখি কিছুই জানি না ! এমনকি কথা বলতে পর্যন্ত জানিনা ! তাই সমাধান হিসেবে কিনলাম মনোবিজ্ঞানের বই । পড়লাম । কিছু জ্ঞান বাড়ল ঠিকি কিন্তু কই স্বার্থপর হওয়া তো হল না , কথা বলা তো শিখলাম না, "ওদের" মত তো হলাম না ! আমার একটা "সময়"এর "গল্প" বলি তাহলে। গল্পের সেই সময়টায় ছিল খুব গরম । দিনের বেলায় কড়া রোদ । রাতের বেলায় ভ্যাপসা গরম । কিন্তু বায়ু স্থির । গরম থেকে বাঁচতে খালি গা হয়ে থাকি সবসময় তখন । বাতাস দরকার আমার । ঠান্ডা বাতাস । প্রাণ জুড়ানো ঠান্ডা বাতাস চাই । এদিকে খুজি নাই , ওদিকে খুজি নাই । একদিন এক দমকা বাতাস হঠাৎ ছুঁয়ে যায় । সবাই বলে এটা নদীর বাতাস , সেখান থেকে আসছে তাই ঠান্ডা কিন্তু সেখানে যেতে নেই , নদীর কথা বিশ্বাস করতে নেই , বাতাস খেতে যারাই গিয়েছে সবাই চরে ডুবেছে না হয় পথ হারিয়ে আর ফিরে আসতে পারেনি , আবার কেউ কেউ নদী ভাঙনে ডুবে মরেছে । আমি তখন পাগল । এত বড় সুযোগ কেউ হাতছাড়া করে ! আমি নদীর কাছে চলে যাই । আজলা ভরে পানি নিয়ে গায়ে দেই । শরীর শীতল হয় । নদীকে বলি হে তরঙ্গিণী তুমি কি আমায় ডোবাবে ? নদী বলে তোমার মত পাগলকে ডোবালে আমার বাতাস কার গায়ে বয়ে যাবে ? আমার জল কার গা শীতল করবে ? তুমি নিশ্চিন্ত থাকো ডোবাবো না । আমি নিশ্চিন্ত হই , আমার মনোবিজ্ঞান বইটাকে আকড়ে ধরি । নদী বলে কিন্তু তুমিতো বাতাস খেয়েই "স্বার্থপর" এর মত তোমার অট্টালিকায় চলে যাবে আমার কি হবে তখন ? আমি আমার সুন্দর ছিমছাম অট্টালিকাকে বুড়ো আঙুল দেখিয়ে নদীর পাড়ে আমার বাড়ি বানিয়ে প্রমাণ করি যে সেখান ছেড়ে আর কোথাও যাবো না । এইটাই তো জীবন চেয়েছিলাম , কত বাতাস আমার , কত জল আমার ! আমার সকল জ্ঞান আজ সিদ্ধ । এই বহমান নদী আমার ধ্যান জ্ঞান হয়ে যায় । একসময় এই নদী তার কথা রাখে না , তার পথ বদলানোর দরকার হয় , পথ বদলায় সে । আমি ডুবে গেলাম কি ভেসে গেলাম সেদিকে তার খেয়াল নেই । আমি কখন বাড়িঘর সহ নদীর ভাঙনে ডুবি মনে নাই । হয়ত ঘুমা্চ্ছিলাম সেই সময় । জ্ঞান হবার পর বুঝি পৃথিবীর "স্বার্থপরতা" নামক শব্দটি আমার সব সর্বনাশ করে দিয়ে চলে গেছে । আমার সব ভেঙে চুরে সর্বস্ব নিয়ে চলে গেছে । বুঝি "স্বার্থপর" না হাওয়া কত বড় বোকামী । বুঝি ভাল হবার কত যন্ত্রণা । সব গেল আমার । যন্ত্রণা কাটাতে নিজেকে গালি দেই । যন্ত্রণা কাটে না । এখন "আপন" করার ব্যাথা কমাতে কখনও কাঁটার ঝোপে ঝাপ দেই , কখনও চুলোর আগুনে শরীর পোড়াই , কখনও এই এখনকার মত একটা পাতলা টি শার্ট পরে বসে থাকি । গায়ে ঠান্ডা লাগাই । ঠান্ডায় গায়ে কাঁটা দিয়ে ওঠে কিছুক্ষণ পরপর । হারিয়ে ফেলার যন্ত্রণা কিছু কমে, গল্প কিছুক্ষণের জন্য শেষ হয় ।
Abar ( আবার ) Lyrics - Minar Rahman তুমি কি আমার হাসি মুখের আবার কারন হবে ? তুমি কি আমার শত ভুলের আবার বাড়ন হবে ? দেবো না জল আসতে চোখে , কোনদিনও আর , আর একটি বার দাও যদি জল মোছার অধিকার । তুমি কি আমার হাসি মুখের আবার কারন হবে? তুমি কি আমার শত ভুলের আবার বাড়ন হবে ? আমি তোমার নতুন ভোরের সূর্য হতে চাই , আমি আবার তোমার আসার প্রদীপ হতে চাই । দেবো না জল আসতে চোখে, কোনদিনও আর, আর একটি বার দাও যদি জল মোছার অধিকার । তুমি কি আমার হাসি মুখের আবার কারন হবে? তুমি কি আমার শত ভুলের আবার বাড়ন হবে? মুছে ফেলো অভিমানের দাগটি তুমি এবার, হাসির আলো, আমায় করো আলোকিত আবার । দেবো না জল আসতে চোখে, কোনদিনও আর, আর একটি বার দাও যদি জল মোছার অধিকার। তুমি কি আমার হাসি সুখের আবার কারন হবে? তুমি কি আমার শত ভুলের আবার বাড়ন হবে? Song: Abar Singer: Minar Lyrics: Snahashish Ghosh Music: Rezwan Sheikh Cast: Siam & Saira DOP: Suman Sarker Direction: Mahmudur Rahman Hime Asst director team: Emran Robin, Dipto...
Comments
Post a Comment