এই শোনো,
শুনছি,
তুমি গ্রামের মেঠো পথ কোন দিন দেখেছো? যেতে যেতে দিগন্তে মেলে।
হুম।
তুমি দিগন্ত আর আমি পথ।আছি তোমার মাঝে মিশে।
যাহ।
এই শোনো,
শুনছি,
তুমি বর্ষায় পানির ঢল দেখেছো?
হুম।
আমার ভালবাসা যদি দেখতে পেতে, দেখতে পেতে ভালবাসার কি বিশাল ঢল নেমেছে তোমার দিকে।
তাই!
এই শোনো,
হুম শুনছি,
তুমি গভীর রাতে ঘড়ির অবিরাম বলে যাওয়া টিক টিক শব্দ শুনেছো?
হুম।
ঠিক এভাবে তোমাকে ভালবাসি বলে যেতে চাই। প্রতিদিনে, প্রতিক্ষণে।
বাব্বা!
এই শোনোই না,
শুনছি শুনছি,
তুমি কখনও নদীর ভাঙন দেখেছো? নির্দয়ের মত পাড় বুকে টেনে নেয়।
দেখেছি।
আমি তোমার মাঝে এভাবে ভেঙে পড়ছি। তোমার সুন্দর দুটো চোখ নির্দয়ের মত তছনচ করে দিচ্ছে আমার প্রতিদিনের রুটিন।
বল কি!
এই শোনো,
শুনছিতো,
তুমি (a+b) হোল স্কয়ারের সূত্র জানো?
জানি!
তুমি a স্কয়ার, আমি b স্কয়ার, হাতে হাত রেখো, দুইটা ফুটফুটে ab নিয়ে আসব স্বর্গ থেকে।
যাহ দুষ্টু।
Comments
Post a Comment