হাজার অপেক্ষায় একপলক দেখার নেশা ,
সব কাজ শেষে রাতে দেয়া ক্লান্ত ঘুমের বদলে বিচ্ছিন্নসব কল্পণা
ইহাকে মনে হয় ভাব-ভালবাসার জাগ্রত হওয়া বলা হয় ।
মনে তার আলপনা
কানে তার কন্ঠ
চোখে সেই দুষ্টুমি ভরা মুখ
অথবা হাতটা আলতো করে ধরা
বা আমার অঙ্গ তার অঙ্গ এক করে পাজল মেলানো
কখনও এগুলো ভাবিনি ।
শুধু বুঝতাম আমার ভেতরে কেমনে যেন ঢুকে পড়েছে
ভরা জোছনায় যেমন সব দেখা যায় কিন্তু স্পষ্ট করে দেখা যায় না ,
ঠিক তেমন উকি দেয় কিন্তু ধরা দেয় না ।
তাহার সাথে শেষ দৃশ্য যখন আগত
তখন আর রাত নেই
রহস্যঘেরা সেই চাঁদ ডুবে গিয়ে তখন দিনের তীব্র আলোর বাস্তবতা ,
অনেক হিসেব নিকেষ শেষে সামনে আমার ধনী-গরিব ,সম্ভব-অসম্ভবের তীব্র কিরণ চোখ ধাঁধাচ্ছে
ফলাফল অসম্ভবের কাছে আত্মসমর্পন ।
সেই দিনের আলো ফুরোনোর আগেই বলে দিলাম
আবেগটা আমি রাখি
তোমায় দিলাম বাস্তবতা ।
Comments
Post a Comment