Skip to main content

Posts

Showing posts from June, 2015

Concept of Communication - What is Communication? , Quotes and Nature of Communication (Bangla)

আমরা কমিউনিকেশন সাবজেক্টে অত্যন্ত কিউট একজন ম্যাম পাইছি। ক্লাশের মাঝেই ম্যাম আমাদের কমিউনিকেশনের আগা থেকে গোড়া গুলিয়ে শরবত করে খাওয়াচ্ছে। সে শরবত বড় অমৃত। বাসায় এসেও ঠোটে (মনে) লেগে থাকে। নতুন করে আর খাওয়া (পড়া) লাগে না। তবুও আমি আজ এসেছি কমিউনিকেশন বিষয়ে কিছু জ্ঞান দান করতে। প্রথমত আপনাদের বুঝতে হবে কমিউনিকেশন জিনিসটা কি? "কমিউনিকেশন হল এমন একটি প্রক্রিয়া যেখানে প্রেরক এবং গ্রাহক কথা বলে বা কথা না বলেই কোন তথ্য, চিন্তা, অভিমত ইত্যাদি আদান প্রদান করে। " হাহহহহ। পরীক্ষাতে দশে দশ। নাহ বাই, ম্যাম বলছে শুধু সঙ্গা লিখে মঙ্গা ঘুচবে না নাকি। :-/ সাথে মনে রাখতে হবে গুণীজনদের দিয়ে যাওয়া ডায়লগগুলো। জনাব এরিস্টোটল সাহেব দুনিয়ার এহেন কোন সাবজেক্ট বাকি রাখেন নাই যেখানে তার ডায়লগ রাখেন নাই। কমিউনিকেশনেও এরিস্টোটল এসে হাজির। তার কমিউনিকেশন নিয়ে ডায়লগ হল- "কমিউনিকেশন হল প্রভাবিত করার সকল প্রকার চেষ্টা।" কার্ল আই হোভল্যান্ড মৃদু স্বরে বলে গেছেন- "কমিউনিকেশন একটি প্রকৃয়া, বুঝলা বাজান। যেখানে একজন ব্যক্তি তার উদ্দীপনাকে আরেক ব্যাক্তির কাছে প্রবাহিত করে। " এব

Function of journalism- INFORMATION ( ইনফরমেশন )

Function of journalism INFORMATION , আমরা তথ্যের সাগরে ডুবে আছি। প্রতিনিয়ত দশদিকের দশটা তথ্য আমাদের সামনে আসছে যাচ্ছে। কোনটা আমরা গ্রহণ করছি কোনটা এড়িয়ে যাচ্ছি। যেগুলো গ্রহণ করছি সেগুলোর মাঝে ফিল্টার করে দরকারিগুলো মনে রাখার চেষ্টা করে যাচ্ছি। এটা যে শুধু আমাদের কাছে আসছে তা না আমরাও চাই তথ্য আমাদের কাছে আসুক। তথ্যের জন্য আমরা জীবনের অর্ধেক সময় ব্যয় করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ি। আমাদের সার্টিফিকেটগুলো আমরা কতটুকু তথ্যগ্রহণ করতে পেরেছি তার পরিমাপক হিসেবে কাজ করে। আমাদের গুরুজনরা বলে প্রচুর বই পড়তে। কারণ একটাই আমাদের মাঝে তথ্যের ভান্ডার বাড়বে। আমরা একে অপরের সাথে তথ্য আদানপ্রদানের মাধ্যমেই যোগাযোগ করি। অর্থাৎ আমরা যদি কোন ভাবে তথ্য আদানপ্রদান বন্ধ করি আমরা বিকলাঙ্গ বা মৃত হিসেবে পরিগণিত হয়ে যাই। তথ্যই আমাদের প্রাণ। মানুষ একা বাস করতে পারবে না কারণ একা একা তথ্য আদানপ্রদান হয় না। তথ্যই মানুষের মনন তৈরি করে। যার কাছে যত তথ্য আছে তাকে আমরা তত সমাদর করি। বিপদে তার কাছেই ছুটে যাই। তাকে মনে রাখি। তার কাছ থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করি। আমাদের টিভি, রেডিও, নিউজ পেপার, ফোন ইন্ট

চাই

বহু রাতের অগোছালো শব্দগুলো উঠে আসে মাঝে মাঝে তোমার সাথে কথায় কথায়, একটু করে ভাললাগানোর মাঝে বলতে চেয়েছি বহুদিন,তোমার জন্য কি যেন হয় আমার মাঝে তোমার আমার স্মৃতির নদীটা ভাঙন ধরায় পাড়ে এ বসন্তে, কোকিলরা গায়, ভাঙ্গন থামাতেই চল দুজনে বিশাল সাগরে হাত ধরে ডুব দেই একাকিত্বের তপ্তরোদে বৃষ্টি হয়ে এসেছো এখানে স্বপ্নের রাস্তায় হাটি চল বাকিটুকুন একসাথে হাত ধরতে হবে না, আমার সাথে থেকো শুধু শেষটা নাহয় দুজনে মিলে ঝগড়া করে কাটিয়ে দেব একসাথে।

প্রোপজ

ছোট্ট একটু কথা, হয়ত কোন শুরু ছোট্ট একটা চাওয়া, চাইতে দুরুদুরু! হয়ত কোন কালে, হয়ত বা বিকেলে তুমি আর আমি, হাটব দুজন মিলে, থাকবে ঐ আকাশ, থাকবে একটু বৃষ্টি ছাতা বন্ধ করে হাসবে তুমি মিষ্টি ওই একটু হাসি, এইতো আমার চাই দুজনেতে ভিজি আর অসুখ বাঁধাই। ওই দূরেতে তুমি, আমি গাইছি গান মনটা চাইছি তোমার, করবে আমায় দান? এক অজানা সুরে, স্বপ্ন অনাবিলে পাগলামিতে ভিজি, ভিজি দুজন মিলে মাটিরা ভিজবে না, পাখিরা গাইবে না আপনরা চাইবে না, কেউ মেনে নেবে না হয়ত এই চাওয়া তুমি-মেনে নেবে না হয়ত তুমি দেখবে, শত কষ্ট যাতনা হয়ত তুমি বলবে, বৃষ্টিতে ভিজবো না হয়ত তুমি ভাববে,উহু, ভুল করা যাবে না হয়ত অংক কষবে, মনের-মিল-হলে-হয়-না কিন্তু মনের চাওয়া জন্যই, মনতো যুক্তি বোঝে না মনটা বলছে "তুমি", কিন্তু সেতো জানেনা, জীবনটা খুব কঠিন, সেতো কাউকে মানে না তবু এই একটাইতো জীবন, অজানা গল্পের হোক শুরু প্রচীরটা হবে সত্যের আর বিশ্বাসেতে পুরু জীবনে থাকে রাত, থাকবে কিছু কালো তবু বলতে পারি তোমায় বাসবো ভিশন ভালো।

অচেনা আমি

আমাকে খুজে পাচ্ছি না! ভেতরে খুজলে শুধু তোমার উঁকিঝুকি দেখি! রাত দিন সকাল বিকেল অথবা নেশার মত প্রতিক্ষণে ফিরে অাসছো, শুধু বেড়ে যাচ্ছো ভেতরে ভেতরে। টানা ফিতেয় বাঁধা হৃদয় কেটে উদ্ভোদন হয়ে গেছো আমার ভেতরে, ব্যবসার লাল বাতির আলোয় খাতা মেলে তোমার জন্য প্রেমপত্র লিখি এখন। সেসব মেঘের দেশ, পরীর দেশ ঘুরে সকালে বুয়ো এসে ময়লার ভাগাড়ে ফেলছে। তোমাকে দেবার সাহস পাইনা। তবু তোমাকে কত কিছু যে বলতে চাই! আমি রাজরাজরা নই তো!তোমাকে বলতে চাওয়া কথাতে কোন রূপকথা নেই! মধ্যবিত্ত ঘরকুনো ব্যাঙের গল্প বেশি। বৃষ্টিটা কি সুন্দরের গল্প, জানো আজ না কি হইছের গল্প, আমার আজ এত্ত খুশি লাগছের গল্প, একটুর জন্য কিভাবে বেঁচে গেলাম তার গল্প অথবা আজ একটা বন্ধুকে খুব মনে পড়ছের গল্প, ভাইকে অনেকদিন দেখিনার গল্প অথবা একটা মেয়েকে গল্প শোনাতে চাওয়ার গল্প। এত গল্প ঠাকুমার ঝুলিতেও নেই। গল্প শোনানোর জন্য হলেও আমার প্রেমপত্র দেয়া খুব জরুরী। প্রতিদিন লিখি কিন্তু দিতে পারি না। এত প্রেমপত্র ময়লা ভাগাড়ে পড়ছে, ভয় পাচ্ছি জানো, কোন দিন না জানি ময়লার ভাগাড় আমার প্রেমে পড়ে যায়।

বোকা ছেলে

আমি বড্ড বোকা ছেলে সবকিছু বুঝি ধোঁকা খেলে বলে ফেলি সব ঝুড়ি মেলে আমি বড্ড বোকা ছেলে কত দূর আমি হেঁটে এলে বুদ্ধিটা বাড়ে কত পেলে ভুলে যাই সব দূরে গেলে আমি বড্ড বোকা ছেলে জীবন শুধু পাশ ফেলে ভালোরা চলে সব ঠেলে বোকারা নাকি চাষা, জেলে আমিও বড্ড বোকা ছেলে! চালাকরা আজ আলো জ্বালে আমি আঁধারে দাঁড়িয়ে চোখ মেলে সবে-ছুটছে সেদিকে একা ফেলে বলে যাচ্ছে আমায় বোকা ছেলে। কত মানুষ আমায় বুঝে ফেলে কিছুতো বলি না কাছে পেলে ভাবি আমি বসে-সব ফেলে বোকারা বড্ড বোকা ছেলে।

তুমি

তোমাকে নিয়ে যাই ভাবি তা কবিতা হয়ে যায় তোমাকে নিয়ে যখন ভাবি নিজেকে সুখি মনে হয় তোমাকে নিয়ে ভাবি যেন যুদ্ধ জয়ের নীলনকশা আঁকি তোমাকে নিয়ে যখনই ভাবি কে যেন মেলোডি সুর ধরে তোমাকে নিয়ে ভাবার মানে পার্কে দেখা অজানা পাখিটির ঘরবাঁধার খড়কুটো কুড়োনো তোমাকে নিয়ে ভাবতে গেলে সব অগোছালো হয়ে যায়, যেমন এই কবিতার ছন্দ তোমাকে নিয়ে এত ভাবি যে ভুলে যাই বলতে ভালবাসি, অনেক অনেক ভালবাসি।