যখন তোমার মন খারাপ
চুপ করে থাকা সময়ের শুরু
তখন তোমার হাত ধরা মানুষটি কি
হাসাতে পারে তোমাকে?
বা মন ভাল করে দিতে পারে?
তার বুকের মাঝে এতবড় জায়গা আছি কি
যেখানে তোমার সব দুঃখ রেখে আসতে পারো বিনাদ্বিধায়?
পারে কি তোমার চোখের অশ্রু ধারাকে
তার বুকের মাঝে মিশিয়ে নিতে
এমন ভাবে যেন এক ফোঁটাও মাটি শুষে নিতে না পারে
পরে আবার ফিরে না আসে।
যদি না পারে আমাকে বল
তবু নীরবে কেঁদো না
বিশ্বাস কর
আমার অশ্রু দিয়ে পৃথিবীটা ভাসিয়ে দেব
প্লাবণ ডেকে আনব নোনা জলের
তবু তোমার অশ্রুকে মাটিতে মিশতে দেব না
ফিরে আসতে দেব না।
সে অমূল্য দুঃখ ধোয়া অশ্রুটুকুকে
আমার জলে মিশিয়ে
বয়ে নিয়ে যাব পৃথিবীর আরেক প্রান্তে
যেন তা পরে আর ফিরে আসতে না পারে
তোমার গড়া সুখের জীবনে।
Comments
Post a Comment