ফর্সা মেয়ে- ইস মেয়েটা কি ফর্সা। গার্লফ্রেন্ড হিসেবে পাশে দাঁড়ালে আমার চামার ফ্রেন্ডগুলোর চোখ কপালে উঠবে। শুনেছি সুন্দরী মেয়েরা বোকা হয়। বোকা হলে তো একে যেভাবে ইচ্ছে সেভাবে ম্যানেজ করে রাখা যাবে। এই মেয়েকে পটাতেই হবে।
কালো মেয়ে- মেয়েটা কি ন্যাচারাল দেখতে! পুরো পাউলি দামের মত। কালো মেয়েদের মন নরম হয়। চোখ দুটোও কি সুন্দর!
"কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ।" ফর্সা মেয়েদের পিছে হাজার ছেলে ঘোরে তাই তারা বারো ঘাটের পানি খায় কিন্তু কালো মেয়েরা এমন হয় না।
চিকন মেয়ে- আমি ওকে দেখলাম নাকি দিপিকা পাড়ুকন কে দেখলাম! এমন নায়িকার মত চেহারা আহাহাহা! ওজন কম হবে ওকে তাহসানের গানের সাথে ওকে কোলে নিয়ে নাচব! খাবেও কম। টাকা বাঁচবে আমার।আহা কত সুখ, জীবন তো পুরা জ্বি বাংলা।
মোটা মেয়ে- মেয়েটা বেঁচে থাকার বাস্তবতা বোঝে। কখনও ছেড়ে যাবে না। ভালবাসার মূল্য দেবে আর কেউ দেক বা না দেক। অনেকটা উপন্যাসের মেয়েদের মত উজাড় করে ভালবাসবে। একটাইতো জীবন, সুখে শান্তিতে ভালবাসায় না কাটাতেই যদি পারলাম তো পুরো বৃথা।
মোরাল অব দ্যা সবকিছু- ছেলেদের প্রেমে পড়তে কারণ লাগে না।এসব শুধু উছিলা মাত্র। মেয়েটার আগ্রহ থাকলেই ছেলে কাত হয়ে যায়।
কালো মেয়ে- মেয়েটা কি ন্যাচারাল দেখতে! পুরো পাউলি দামের মত। কালো মেয়েদের মন নরম হয়। চোখ দুটোও কি সুন্দর!
"কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ।" ফর্সা মেয়েদের পিছে হাজার ছেলে ঘোরে তাই তারা বারো ঘাটের পানি খায় কিন্তু কালো মেয়েরা এমন হয় না।
চিকন মেয়ে- আমি ওকে দেখলাম নাকি দিপিকা পাড়ুকন কে দেখলাম! এমন নায়িকার মত চেহারা আহাহাহা! ওজন কম হবে ওকে তাহসানের গানের সাথে ওকে কোলে নিয়ে নাচব! খাবেও কম। টাকা বাঁচবে আমার।আহা কত সুখ, জীবন তো পুরা জ্বি বাংলা।
মোটা মেয়ে- মেয়েটা বেঁচে থাকার বাস্তবতা বোঝে। কখনও ছেড়ে যাবে না। ভালবাসার মূল্য দেবে আর কেউ দেক বা না দেক। অনেকটা উপন্যাসের মেয়েদের মত উজাড় করে ভালবাসবে। একটাইতো জীবন, সুখে শান্তিতে ভালবাসায় না কাটাতেই যদি পারলাম তো পুরো বৃথা।
মোরাল অব দ্যা সবকিছু- ছেলেদের প্রেমে পড়তে কারণ লাগে না।এসব শুধু উছিলা মাত্র। মেয়েটার আগ্রহ থাকলেই ছেলে কাত হয়ে যায়।
Comments
Post a Comment