(গল্পের ৯০ ভাগ পুরোপুরি সত্যি )
শহরে অতি সাধারণ পুলা মজনু (ছন্দনাম)। সে পুলা এত সাধারণ যে ফেইসবুকের ফারাম ভিলে পর্যন্ত বাড়ি নাই । তার এস্থাবর অস্থাবর যা ছিল তা ঐ জুকারবার্গের দেয়া স্টাটাস ,কমেন্ট ,চ্যাটবাক্সের দেওয়া ফাঁকা জায়গা খানা । সে এগুলাতেই চাষবাশ করে দিন চালাত । এইগুলা নিয়েই তাহার দিন কাল ভাল কাটিতে ছিল ।
হ্ঠাত্ . . . . এক রাতে খেয়ে দেয়ে যখন সে ফেইসবুকে লগ ইন করিল-
চ্যাটবাক্সের ফাঁকা জায়গা খানায় এক অপরিচিতা রমণী বর্ণ ঢুকাইলোঃ
(ছন্দনাম)লাইলিঃ Hi
সাথে সাথে হার্টের বাম অলিন্দে সন্দেহ উঁকি দিতে শুরু করল "কিডা এইডা "। সে ভাবিল কোন ফ্রেন্ডের গার্লফ্রেন্ড হবে হয়ত । এরকম এর আগে বহুবার হইয়াছে , ফেরেন্ডের গার্লফ্রেন্ডসরা (বহুবচন) নাইন্টিনের জায়গায় টুইন্টি দেখিলেই চ্যাচাইয়া উঠে । আগে তাহার বয়ফেরেন্ডের চ্যাটবাক্সখানা তারপর বয়ফেরেন্ডের বেস্ট ফেরেন্ড মজনু হওয়ায় মজনুর চ্যাটবাক্সখানায় ইংরেজি বর্ণমালায় গঠিত আবেগের ঘোড়া ছুটাইতো আর মজনু কে টিসুটাইপ সেন'টেন্স দিয়া সেই সব বর্ণের চোক্ষের পানি মুছিয়া দিত । আজ কোন ফ্রেন্ডের কপাল পুড়ল কে জানে ! অল্পসল্প টিসু আগেই রেডি রাখিয়া সিওরিটির জন্য সে আস্কাইলোঃ
"তুমি কি আমার সাথে এস এস সি দিলা?"
আবার সেই একি মেসেজ
লাইলির Hi...
প্রথমে বিভ্রান্ত তারপর খানিকটা কৌতুক মিশিয়ে মজনু বলে
"আজব তো আমি একটা প্রশ্ন করি, উত্তর দেয় আর একটা !"
এবার লাললি জবাব দেয়
"আমি ক্লাশ এইট এ পড়ি।"
ক্লাশ এইট শুনিয়াই মজনুর হৃদয়ে কিসের জানি কাঁপুনি বহিয়া গেল। তবুও সে ভাব নিয়া বলিলঃ "ও আচ্ছা ! তো ভাল কথা ।"
কি ?
"কিছু না । এইটে পড় এইটাই ভাল কথা ।
Owww,তুমি কোন ক্লাশে পড় ?
আগেইতো বলছি এস এস সি পাশ করলাম । যাই হোক তাই বলে আবার ভাইয়া বলবে না ।
কেনো?
"কেনো" জিজ্ঞেস করায় মজনু লজ্জায় পড়ে গেল । সে লজ্জায় কি বোর্ডের দিকে না তাকিয়ে মিনমিন করে লিখলঃ
ওই যে বললাম এস এস সি পাশ করেছি ।
লাইলির প্রশ্রয় মাখা রিপ্লাইঃ
"ঠিক আছে .... ভাইয়া বলব না ..... কোন কলেজে পড় ?"
মজনু কিবোর্ড কাঁপিয়ে উত্তর দিল,
"অমুক কলেজে ভর্তি হয়েছি। "
Ooooo...কোন স্কুলে পড়তে ?
R.T.S এ পড়তাম. [R.T.S=রংপুর তমুক স্কুল]
Ooooo...
মজনু প্রতিটা রিপ্লাই দেয় আর লাইলির প্রফাইলের দিকে চেয়ে থাকে । লাইলির প্রো পিকে ক্যাটরিনার ছবি দেয়া । সে এই নিয়ে সতেরো বার ফোটস তন্নতন্ন করে খুজল । উহু নাই । না পেয়ে নিজেকে নিজেই সে প্রশ্ন করে ,আসলেই কি লাইলির কোন পিক নাই ,নাকি তার সামসাং মনিটরের কোন সমস্যা (!!!) ।মজনু শেষে বলেই ফেলেঃ
"তোমার প্রোফাইলে তোমার কোন ছবি নাই কেনো?"
লাইলিঃ
"এক দিনও হয়নি ফেইসবুকে জয়েন করেছি ..... তুমিই আমার ফাষ্ট ফ্রেন্ড ...."
তার মানে আমি কি তোমার জন্য স্পেশাল কেউ?
"উমমমমমমম.....
হতেও পারে.....
নাও পারে..............
সেটা ডিপেন্ড করছে তোমার উপর ।"
তার সামস্যাং মনিটরের ডানে চ্যাট বাক্সের লেখা গুলো মজনুর বিশ্বাস হতে চায় না । এতদিন এই মেয়ে কোথায় ছিল আগে দেখা হল না কেনো!
মজনুঃ
"কেন কি ভাবে আমি তোমার জন্য স্পেশাল হব?"
সেটা আমি কিভাবে বলব?... বললামই তো সেটা ডিপেন্ড করছে তোমার উপর ।
আচ্ছা আমি ধরে নিলাম আমি তোমার জন্য স্পেশাল তবে যদি তোমার কোন বয়ফ্রেন্ড না থাকে ।
কেনো?....বয়ফ্রেন্ড থাকলে কি হবে??
আছে কিনা আগে বল না.....
না.... নাই.... তোমার গার্ল ফ্রেন্ড আছে?
আমারও না...নাই...তাহলে লাইন ক্লিয়ার । এখন তুমি আমায় স্পেশাল ভাবতে পার।
তুমি কি আমাকে flirt করছো?
কেন? এরকম মনে হল কেন? ব্যাপারটাকে অন্য ভাবে দেখো ।
কিভাবে দেখব?
যেভাবে দেখা উচিৎ?
কিভাবে দেখা উচিৎ?
আর এ এখন ফ্রেন্ড হিসেবেই দেখ পরে যদি স্পেশাল ভাবে দেখতে চাও সেভাবেও দেখতে পারো ।
Okey
তুমি কোন শিফ্ট এ পড়?
Morning....কেনো ?
এমনি ....তোমাদের স্কুলের সামনে ফুচকার দোকান গুলো কিন্তু খুব মজাদার ।
খাও নাকি রেগুলার?
রেগুলার না তবে প্রায়ই খাই । তোমার কেমন লাগে?
ফুচকা আমার যা পছন্দ না! কি বলব তোমাকে, দই ফুসকাটাতো জোস লাগে ।
ও তাই ! কিন্তু দই ফুচকাতো বিকেলে পাওয়া যায়!!!
সে জন্যই তো খাওয়া হয়না ।
তাহলে তোমায় দই ফুচকা খাবার অফার করলাম কবে এক্সপ্টে করবা বল?
খাওয়া তো ইমপর্টেন্ট না । আগে তোমার সাথে কথা হোক ,তোমাকে ভাল করে চিনি , তারপর দেখা যাবে ।
না আমরা কাল দেখা করব । আর না করলে আমি ....
আমি...?
আমি কোন দিন আর ফুচকা খাব না । ছুঁয়েও দেখবো না ।
তাই !!! পারবা এমন করতে ?
হুম পারব । এখন বল কি করবা?
আচ্ছা তোমাকে বিলিভ করলাম । দেখ মেয়েরা কিন্তু কাউকে এত সহজে বিলিভ করে না কিন্তু আজ তোমাকে করলাম । কাল ঠিক চারটায় স্কুলের গেটের সামনে ওয়েট করবা আমি আসার চেষ্টা করব ।
okey... কাল দেখা হবে । bye....
bye...
সেদিন রাতে মজনুর আর ঘুম হইল না । সেই রাতে তাহার কিশোর মস্তিস্কে লাইলিকে নিয়া কত রকমারী সভ্য অসভ্য চিন্তা ভাবনার উদয় হইল তাহা গুনিয়া প্রকাশ করিতে গেলে মস্তবড় সংখ্যায় দাঁড়াইবে । তাহার পরদিন আমাদের নব্য প্রেমিক মজনু স্কুলের গেটের সামনে আসে । কিন্তু আসিয়া দেখে কেউ নাই । নাই তা নাই কাক পক্ষিও নাই ! অপেক্ষা করে কিন্তু কেউ আর আসেনা । লাইলীর আইডিও ডিঅ্যাকটিভ ।
চারটা পেরিয়ে সাড়ে চারটা । সাড়ে চারটার দিকে কেল্টুর সাথে দেখা হয় । রাস্তা দিয়ে বীরদর্পে তাহার রেন্জার সাইকেল খানা চালাইয়া যাইতেছিল । মজনুই দেখিয়া তাকে ডাকে । কিছুক্ষণ পর কেল্টুর সাইকেলের পেছনে করিয়া সে বাসায় চলিয়া যায় । যাইবার সময় বারংবার ফিরিয়া ফিরিয়া দেখিল । না কেউ কোথাও নাই ।
তারপর আর কোনদিন লাইলির আইডি অ্যাক্টিভ হয়নি ।
মজনুর কেন জানি কেল্টুর উপর সন্দেহ হয় । সে ফেক আইডি খুলিয়া এমন করে নাই তো !
শহরে অতি সাধারণ পুলা মজনু (ছন্দনাম)। সে পুলা এত সাধারণ যে ফেইসবুকের ফারাম ভিলে পর্যন্ত বাড়ি নাই । তার এস্থাবর অস্থাবর যা ছিল তা ঐ জুকারবার্গের দেয়া স্টাটাস ,কমেন্ট ,চ্যাটবাক্সের দেওয়া ফাঁকা জায়গা খানা । সে এগুলাতেই চাষবাশ করে দিন চালাত । এইগুলা নিয়েই তাহার দিন কাল ভাল কাটিতে ছিল ।
হ্ঠাত্ . . . . এক রাতে খেয়ে দেয়ে যখন সে ফেইসবুকে লগ ইন করিল-
চ্যাটবাক্সের ফাঁকা জায়গা খানায় এক অপরিচিতা রমণী বর্ণ ঢুকাইলোঃ
(ছন্দনাম)লাইলিঃ Hi
সাথে সাথে হার্টের বাম অলিন্দে সন্দেহ উঁকি দিতে শুরু করল "কিডা এইডা "। সে ভাবিল কোন ফ্রেন্ডের গার্লফ্রেন্ড হবে হয়ত । এরকম এর আগে বহুবার হইয়াছে , ফেরেন্ডের গার্লফ্রেন্ডসরা (বহুবচন) নাইন্টিনের জায়গায় টুইন্টি দেখিলেই চ্যাচাইয়া উঠে । আগে তাহার বয়ফেরেন্ডের চ্যাটবাক্সখানা তারপর বয়ফেরেন্ডের বেস্ট ফেরেন্ড মজনু হওয়ায় মজনুর চ্যাটবাক্সখানায় ইংরেজি বর্ণমালায় গঠিত আবেগের ঘোড়া ছুটাইতো আর মজনু কে টিসুটাইপ সেন'টেন্স দিয়া সেই সব বর্ণের চোক্ষের পানি মুছিয়া দিত । আজ কোন ফ্রেন্ডের কপাল পুড়ল কে জানে ! অল্পসল্প টিসু আগেই রেডি রাখিয়া সিওরিটির জন্য সে আস্কাইলোঃ
"তুমি কি আমার সাথে এস এস সি দিলা?"
আবার সেই একি মেসেজ
লাইলির Hi...
প্রথমে বিভ্রান্ত তারপর খানিকটা কৌতুক মিশিয়ে মজনু বলে
"আজব তো আমি একটা প্রশ্ন করি, উত্তর দেয় আর একটা !"
এবার লাললি জবাব দেয়
"আমি ক্লাশ এইট এ পড়ি।"
ক্লাশ এইট শুনিয়াই মজনুর হৃদয়ে কিসের জানি কাঁপুনি বহিয়া গেল। তবুও সে ভাব নিয়া বলিলঃ "ও আচ্ছা ! তো ভাল কথা ।"
কি ?
"কিছু না । এইটে পড় এইটাই ভাল কথা ।
Owww,তুমি কোন ক্লাশে পড় ?
আগেইতো বলছি এস এস সি পাশ করলাম । যাই হোক তাই বলে আবার ভাইয়া বলবে না ।
কেনো?
"কেনো" জিজ্ঞেস করায় মজনু লজ্জায় পড়ে গেল । সে লজ্জায় কি বোর্ডের দিকে না তাকিয়ে মিনমিন করে লিখলঃ
ওই যে বললাম এস এস সি পাশ করেছি ।
লাইলির প্রশ্রয় মাখা রিপ্লাইঃ
"ঠিক আছে .... ভাইয়া বলব না ..... কোন কলেজে পড় ?"
মজনু কিবোর্ড কাঁপিয়ে উত্তর দিল,
"অমুক কলেজে ভর্তি হয়েছি। "
Ooooo...কোন স্কুলে পড়তে ?
R.T.S এ পড়তাম. [R.T.S=রংপুর তমুক স্কুল]
Ooooo...
মজনু প্রতিটা রিপ্লাই দেয় আর লাইলির প্রফাইলের দিকে চেয়ে থাকে । লাইলির প্রো পিকে ক্যাটরিনার ছবি দেয়া । সে এই নিয়ে সতেরো বার ফোটস তন্নতন্ন করে খুজল । উহু নাই । না পেয়ে নিজেকে নিজেই সে প্রশ্ন করে ,আসলেই কি লাইলির কোন পিক নাই ,নাকি তার সামসাং মনিটরের কোন সমস্যা (!!!) ।মজনু শেষে বলেই ফেলেঃ
"তোমার প্রোফাইলে তোমার কোন ছবি নাই কেনো?"
লাইলিঃ
"এক দিনও হয়নি ফেইসবুকে জয়েন করেছি ..... তুমিই আমার ফাষ্ট ফ্রেন্ড ...."
তার মানে আমি কি তোমার জন্য স্পেশাল কেউ?
"উমমমমমমম.....
হতেও পারে.....
নাও পারে..............
সেটা ডিপেন্ড করছে তোমার উপর ।"
তার সামস্যাং মনিটরের ডানে চ্যাট বাক্সের লেখা গুলো মজনুর বিশ্বাস হতে চায় না । এতদিন এই মেয়ে কোথায় ছিল আগে দেখা হল না কেনো!
মজনুঃ
"কেন কি ভাবে আমি তোমার জন্য স্পেশাল হব?"
সেটা আমি কিভাবে বলব?... বললামই তো সেটা ডিপেন্ড করছে তোমার উপর ।
আচ্ছা আমি ধরে নিলাম আমি তোমার জন্য স্পেশাল তবে যদি তোমার কোন বয়ফ্রেন্ড না থাকে ।
কেনো?....বয়ফ্রেন্ড থাকলে কি হবে??
আছে কিনা আগে বল না.....
না.... নাই.... তোমার গার্ল ফ্রেন্ড আছে?
আমারও না...নাই...তাহলে লাইন ক্লিয়ার । এখন তুমি আমায় স্পেশাল ভাবতে পার।
তুমি কি আমাকে flirt করছো?
কেন? এরকম মনে হল কেন? ব্যাপারটাকে অন্য ভাবে দেখো ।
কিভাবে দেখব?
যেভাবে দেখা উচিৎ?
কিভাবে দেখা উচিৎ?
আর এ এখন ফ্রেন্ড হিসেবেই দেখ পরে যদি স্পেশাল ভাবে দেখতে চাও সেভাবেও দেখতে পারো ।
Okey
তুমি কোন শিফ্ট এ পড়?
Morning....কেনো ?
এমনি ....তোমাদের স্কুলের সামনে ফুচকার দোকান গুলো কিন্তু খুব মজাদার ।
খাও নাকি রেগুলার?
রেগুলার না তবে প্রায়ই খাই । তোমার কেমন লাগে?
ফুচকা আমার যা পছন্দ না! কি বলব তোমাকে, দই ফুসকাটাতো জোস লাগে ।
ও তাই ! কিন্তু দই ফুচকাতো বিকেলে পাওয়া যায়!!!
সে জন্যই তো খাওয়া হয়না ।
তাহলে তোমায় দই ফুচকা খাবার অফার করলাম কবে এক্সপ্টে করবা বল?
খাওয়া তো ইমপর্টেন্ট না । আগে তোমার সাথে কথা হোক ,তোমাকে ভাল করে চিনি , তারপর দেখা যাবে ।
না আমরা কাল দেখা করব । আর না করলে আমি ....
আমি...?
আমি কোন দিন আর ফুচকা খাব না । ছুঁয়েও দেখবো না ।
তাই !!! পারবা এমন করতে ?
হুম পারব । এখন বল কি করবা?
আচ্ছা তোমাকে বিলিভ করলাম । দেখ মেয়েরা কিন্তু কাউকে এত সহজে বিলিভ করে না কিন্তু আজ তোমাকে করলাম । কাল ঠিক চারটায় স্কুলের গেটের সামনে ওয়েট করবা আমি আসার চেষ্টা করব ।
okey... কাল দেখা হবে । bye....
bye...
সেদিন রাতে মজনুর আর ঘুম হইল না । সেই রাতে তাহার কিশোর মস্তিস্কে লাইলিকে নিয়া কত রকমারী সভ্য অসভ্য চিন্তা ভাবনার উদয় হইল তাহা গুনিয়া প্রকাশ করিতে গেলে মস্তবড় সংখ্যায় দাঁড়াইবে । তাহার পরদিন আমাদের নব্য প্রেমিক মজনু স্কুলের গেটের সামনে আসে । কিন্তু আসিয়া দেখে কেউ নাই । নাই তা নাই কাক পক্ষিও নাই ! অপেক্ষা করে কিন্তু কেউ আর আসেনা । লাইলীর আইডিও ডিঅ্যাকটিভ ।
চারটা পেরিয়ে সাড়ে চারটা । সাড়ে চারটার দিকে কেল্টুর সাথে দেখা হয় । রাস্তা দিয়ে বীরদর্পে তাহার রেন্জার সাইকেল খানা চালাইয়া যাইতেছিল । মজনুই দেখিয়া তাকে ডাকে । কিছুক্ষণ পর কেল্টুর সাইকেলের পেছনে করিয়া সে বাসায় চলিয়া যায় । যাইবার সময় বারংবার ফিরিয়া ফিরিয়া দেখিল । না কেউ কোথাও নাই ।
তারপর আর কোনদিন লাইলির আইডি অ্যাক্টিভ হয়নি ।
মজনুর কেন জানি কেল্টুর উপর সন্দেহ হয় । সে ফেক আইডি খুলিয়া এমন করে নাই তো !
Comments
Post a Comment