তোমাকে একটা গল্প শোনাই,
লালপরীর গল্প।
লাল পরীর নেই জোড়া ডানা,নেই পিসতুত কোন মাসী
তার কানের দুলের দোলায় চেপে তার কাছে আমি আসি
রোদ ঝলমলে দুপুরের মত ঝলমলে তার হাসি
গালের মাঝে ছোট্ট তিলে কি যেন আছে রাশিরাশি
তার কথাবলা, তার হাটাচলা দেখতাম চেয়ে বসি
মন বলে এই, প্রাণ বলে এই, কেমনে পোষ মানে এই পাখি?
ঝটপট করে চোখ সরু করা কি যে এক চাহনী
আনমনা হলে তাকে আরো ভাল,লাগত তখনি
চেয়ে থাকতাম বিষ্ময় নিয়ে, রাগত যখনি
তার মলিনতায় অভিশাপ দিতাম-কেন নিষ্ঠুর তুমি ধরনী?
সবচেয়ে ভাল, মৌন মধুর ছিল এই লাল পরী
তার রুপের কাছে নস্যি ঠেকত নীল, সাদা সব পরী
এত রুপের পরেও অপরূপ হত, পড়ত যখন শাড়ি
অপরূপ সেই পরীর জন্য জোছনাটা বাজি ধরি
জোছনা কেন, সেতো অতি তুচ্ছ, চাঁদ তারা সব জড় করি
পায়ে ফেললেও হবে না বাজি, হিসেব নয় টাকা কড়ির
আমি গরীব, নেই কিছু দেয়ার মত
কি দেই, কি দেই, পাই নাকো খুজে
যা দিলে আমি তাকে পাবো বুঝে
খুজে চলি শতশত
কি জানি কি করে বুঝে যায় ভাষা
মেনে নেয় সে এই ভালবাসা
গোটা পৃথিবী এই হাতে চলে আসা
এক শনিবারে লাল জামা পড়ে
শত সমস্যা সে পায়ে ঠেলে
হুট করে তার আমার কাছে আসা
এই ঘড়িটা, এই ফার্ণিচার সব তার হাত ধরি
ঘরে চলে এল, আমি আর সে
তুমি এলে তারপরি
চলত না ঠিক, এই ছোট্টনীড়
কি যেন ভাবে পরী ধিরধির
ঝগড়া হত কত কত দিন
কিজানি কোথায় ধরে গেল চির
চলে গেল, সে একদিন
এখনও তার অপেক্ষা করি
এখন সে পরী থাকে বহুদূরে
সূর্য সেথায় ওঠে দেরি করে
কাঁদে কাঁদে না, অা আ আ, আর কিছু বলব না সরি
তোমাকে কখনও কাঁদতে দেব না
কথা দিয়েছি তার হাত ধরি
যদি ফিরত, খুব ভাল হত
তোমার মা, লালপরী।
লালপরীর গল্প।
লাল পরীর নেই জোড়া ডানা,নেই পিসতুত কোন মাসী
তার কানের দুলের দোলায় চেপে তার কাছে আমি আসি
রোদ ঝলমলে দুপুরের মত ঝলমলে তার হাসি
গালের মাঝে ছোট্ট তিলে কি যেন আছে রাশিরাশি
তার কথাবলা, তার হাটাচলা দেখতাম চেয়ে বসি
মন বলে এই, প্রাণ বলে এই, কেমনে পোষ মানে এই পাখি?
ঝটপট করে চোখ সরু করা কি যে এক চাহনী
আনমনা হলে তাকে আরো ভাল,লাগত তখনি
চেয়ে থাকতাম বিষ্ময় নিয়ে, রাগত যখনি
তার মলিনতায় অভিশাপ দিতাম-কেন নিষ্ঠুর তুমি ধরনী?
সবচেয়ে ভাল, মৌন মধুর ছিল এই লাল পরী
তার রুপের কাছে নস্যি ঠেকত নীল, সাদা সব পরী
এত রুপের পরেও অপরূপ হত, পড়ত যখন শাড়ি
অপরূপ সেই পরীর জন্য জোছনাটা বাজি ধরি
জোছনা কেন, সেতো অতি তুচ্ছ, চাঁদ তারা সব জড় করি
পায়ে ফেললেও হবে না বাজি, হিসেব নয় টাকা কড়ির
আমি গরীব, নেই কিছু দেয়ার মত
কি দেই, কি দেই, পাই নাকো খুজে
যা দিলে আমি তাকে পাবো বুঝে
খুজে চলি শতশত
কি জানি কি করে বুঝে যায় ভাষা
মেনে নেয় সে এই ভালবাসা
গোটা পৃথিবী এই হাতে চলে আসা
এক শনিবারে লাল জামা পড়ে
শত সমস্যা সে পায়ে ঠেলে
হুট করে তার আমার কাছে আসা
এই ঘড়িটা, এই ফার্ণিচার সব তার হাত ধরি
ঘরে চলে এল, আমি আর সে
তুমি এলে তারপরি
চলত না ঠিক, এই ছোট্টনীড়
কি যেন ভাবে পরী ধিরধির
ঝগড়া হত কত কত দিন
কিজানি কোথায় ধরে গেল চির
চলে গেল, সে একদিন
এখনও তার অপেক্ষা করি
এখন সে পরী থাকে বহুদূরে
সূর্য সেথায় ওঠে দেরি করে
কাঁদে কাঁদে না, অা আ আ, আর কিছু বলব না সরি
তোমাকে কখনও কাঁদতে দেব না
কথা দিয়েছি তার হাত ধরি
যদি ফিরত, খুব ভাল হত
তোমার মা, লালপরী।
Comments
Post a Comment