আমার কষ্টগুলো নেবে কিসে তাহলে?
আমিতো লেখক নই যে মনের মাধুরি সাজিয়ে বাক্যে বাক্যে ছড়িয়ে দেব খারাপ লাগার বেদনাটুকু
আমিতো কবি নই, ছন্দে ছন্দে যে যাদু ,যে হাহাকার ,গুছিয়ে এনে ছড়িয়ে দেব সবার মাঝে
আমিতো আর্টিস্টও নই,রঙয়ের মাঝে লুকিয়ে রাখব মনের ক্ষতগুলো
আমি কোন প্রেমিক নই যে প্রেমিকাকে বলব আজ থাক, মনটা ভাল নেই
আমি হিমু নই ,ভাল লাগা ,খারাপ লাগার শেকলে আমি বাধা
আমি কপোট্রন নই ,আবেগ টুকু ডিলেট করার সিম্টেম আমার কোডিংয়ের কোথাও নেই
আমি সত্যজিতের পরশ পাথর চাই, সোনা নয় এবার চাই পাথর বানাতে, মনকে ছোবার পর মন যেন আর কথা বলতে না পারে ,পাথর হয়ে থেকে যায় আমার বুকের মাঝে ।
Comments
Post a Comment