ভুলে যাও, সব ভুল গুলো
সব রাত, বছর বা গত জীবন।
ভুলে যাও, তোমার আমার হাসি গুলো
হাতে হাত, চোখে চোখ, মনে মন।
ভুলে যাও, শীতের কুয়াশা, বর্ষায় খোলা জানালা
চাঁদের অপার জোছনাগুলো।
ভুলে যাও, ভাঙা ঘরের স্বপ্নকে
তুমি যা খাবে আমি তাই খাবো'র ফিউচার টেন্স।
ভুলে যাও, ভাত খেয়েছো কিনা জানতে চাওয়া
গোসল, টিভি, বারবার শোনা গান গুলো।
ভুলে যাও, তুমি সব ভুলে যাও
কারণ তোমার সব খানেতেই আমি।
ভুলে যাও, আমাকে;
তোমার ভুলে যাওয়ার খেসারত দেয়া এই মানুষটাকে।
ভুলে যাও, আমার অশ্রু গুলো
রাতজাগা পাগলের করুন বিলাপ
ভুলে যাও, জেদ, রাগ, অভিমান
তোমাকে ঘুম পাড়িয়ে দেয়ার ঘুমগুলো।
ভুলে যাও, পুরনো জীবন
ধর নতুন হাত সাথে নতুন জীবন।
ভুলে যাও, এক সাথে বুড়োবুড়ি হওয়া
স্বপ্ন বাঁধো, রং ছড়াও নতুনের সাথে।
সুখি হও, তুমি সুখি হও
আমাকে ছেড়ে সুখ খুজলে তাই সুখি হও।
তোমার যোগ্য আমি নই
থাক এ ভালবাসা
স্বপ্ন, কষ্ট, রংগুলো
শুধু তুমি সুখি হও।
ভুলে যাও প্রিয়া,তোমার কথা দেয়া কথা গুলো
যেন সব মিথ্যা, সব রূপকথার কোন গল্প।
আমি তোমার কিছু চাই না
শুধু তোমাকে ভুলে যেতে বোলো না
আর এক বারও না, কোনদিনও না।
সব রাত, বছর বা গত জীবন।
ভুলে যাও, তোমার আমার হাসি গুলো
হাতে হাত, চোখে চোখ, মনে মন।
ভুলে যাও, শীতের কুয়াশা, বর্ষায় খোলা জানালা
চাঁদের অপার জোছনাগুলো।
ভুলে যাও, ভাঙা ঘরের স্বপ্নকে
তুমি যা খাবে আমি তাই খাবো'র ফিউচার টেন্স।
ভুলে যাও, ভাত খেয়েছো কিনা জানতে চাওয়া
গোসল, টিভি, বারবার শোনা গান গুলো।
ভুলে যাও, তুমি সব ভুলে যাও
কারণ তোমার সব খানেতেই আমি।
ভুলে যাও, আমাকে;
তোমার ভুলে যাওয়ার খেসারত দেয়া এই মানুষটাকে।
ভুলে যাও, আমার অশ্রু গুলো
রাতজাগা পাগলের করুন বিলাপ
ভুলে যাও, জেদ, রাগ, অভিমান
তোমাকে ঘুম পাড়িয়ে দেয়ার ঘুমগুলো।
ভুলে যাও, পুরনো জীবন
ধর নতুন হাত সাথে নতুন জীবন।
ভুলে যাও, এক সাথে বুড়োবুড়ি হওয়া
স্বপ্ন বাঁধো, রং ছড়াও নতুনের সাথে।
সুখি হও, তুমি সুখি হও
আমাকে ছেড়ে সুখ খুজলে তাই সুখি হও।
তোমার যোগ্য আমি নই
থাক এ ভালবাসা
স্বপ্ন, কষ্ট, রংগুলো
শুধু তুমি সুখি হও।
ভুলে যাও প্রিয়া,তোমার কথা দেয়া কথা গুলো
যেন সব মিথ্যা, সব রূপকথার কোন গল্প।
আমি তোমার কিছু চাই না
শুধু তোমাকে ভুলে যেতে বোলো না
আর এক বারও না, কোনদিনও না।
Comments
Post a Comment