সেই তুমি সামনে দিয়ে গেলে ,
রাখলে তোমার চোখের বর্ষা ঐদিক টাতে মেলে,
আমি ভাবি , ভাবতে গিয়ে ভুলে,
আপন করে নিতে যে চাই তুলে
ভাসাব তোমায় , হাসাবো ফুলে-ফুলে,
রাখব হাতটা পেলব পেলব চুলে,
সরিয়ে তুমি-দিয়ে বলবে হেসে,
"এই যে পাজি"
হাসবে তুমি এই বলে খিলখিলিয়ে
হঠাত্ আমি চেয়ে দেখলাম কি যে !
ঢাল তলোয়ার বুকের মাঝে ধিতাং ধিতাং বাজে ,
একটা ছেলে বসল যে ওর পাশে,
আমার দিকে বলল চেয়ে
"এই যে চাদু , কী দেখিস এই পাশে ।"
বলেই ব্যাটা নিল ওকে আপন করে
আমি বুঝলাম "সিট খালি নাই"
উঠতি প্রেমটা divert হল লাশে
দেখা শুরু করলাম এবার পেছনে বসা সুন্দরী মেয়েটাকে ।
রাখলে তোমার চোখের বর্ষা ঐদিক টাতে মেলে,
আমি ভাবি , ভাবতে গিয়ে ভুলে,
আপন করে নিতে যে চাই তুলে
ভাসাব তোমায় , হাসাবো ফুলে-ফুলে,
রাখব হাতটা পেলব পেলব চুলে,
সরিয়ে তুমি-দিয়ে বলবে হেসে,
"এই যে পাজি"
হাসবে তুমি এই বলে খিলখিলিয়ে
হঠাত্ আমি চেয়ে দেখলাম কি যে !
ঢাল তলোয়ার বুকের মাঝে ধিতাং ধিতাং বাজে ,
একটা ছেলে বসল যে ওর পাশে,
আমার দিকে বলল চেয়ে
"এই যে চাদু , কী দেখিস এই পাশে ।"
বলেই ব্যাটা নিল ওকে আপন করে
আমি বুঝলাম "সিট খালি নাই"
উঠতি প্রেমটা divert হল লাশে
দেখা শুরু করলাম এবার পেছনে বসা সুন্দরী মেয়েটাকে ।
Comments
Post a Comment