এই. রাস্তা গুলো লাগে বড় অচেনা Lyrics [Bangla] | ai rasta gulo lage | দেবী (debi) by ADNAN ASHIF | bangla new song 2018
এই. রাস্তা গুলো লাগে বড় অচেনা.
আকাশটার সাথে নাই জানাশোনা...
এই. রাস্তা গুলো লাগে বড় অচেনা.
আকাশটার সাথে নাই জানাশোনা...
আমি তোর. প্রেমেতে অন্ধ
ছিলো চোখ কান সব বন্ধ.....
থেমে গেছে জীবনের লেনাদেনা......................
সেই পুরোনো রাস্তাটায়.
আজ একা একা হেটে যাই
হচ্ছনা হিসাবের বনিবনা...
এখন এমনি করে ভালো
কেমন করে বাসি অন্য কোনো পাখিকে ।।।।।
তার চেয়ে ভালো ছিল তুই নিজ হাতে খুন করে.. যেতি,,,,
আমাকে.........
এই দুপুর রোদের ভিড়ে
একটু খিদে পেলে
তোর নাম্বারটায় ফোনতো আর ঢোকেনা...
তুই তো জানিস ঠিক
তুই ছাড়া আমার
মুখের অমৃতটাও একা রোচেনা.....
মাঝরাতে তোর SMS er Tone
আমার গভীর ঘুম টাকে আর ভাঙ্গায় না
ব্যস্ত নগড়ে আমার বুকের গভীরে
তোর মাথা রাখা মনটাকে রাঙ্গায় না,,,,,
এখন এমনি শত যন্ত্রনা
কেমনি করে বলি
অন্য কোনো সাথীকে,,,,,
তার চেয়ে ভালো ছিল তুই নিজ হাতে খুন করে.. যেতি,,,,
কতনা ভাল হত তু্ই আসতি যদি ফিরে স্বপ্ন দিয়ে মোড়া এই ভালবাসার নীড়ে
আজীবন হয়ে রইরাম আমি তোর কৃতদাস......
ইহকাল টাই করে দিতাম তোর জান্নাতে বসবাস...
এখন এমনি করে পুজো
কেমনি করে দিবো
অন্য কোনো দেবীকে.........
তার চেয়ে ভালো ছিল তুই নিজ হাতে খুন করে.. যেতি,,,,
আমাকে.........
এই. রাস্তা গুলো লাগে বড় অচেনা Lyrics [Bangla] | ai rasta gulo lage | দেবী (debi) by ADNAN ASHIF | bangla new song 2018
Sei sei
ReplyDeletekerala WhatsApp Group Link 2019 Unlimited Girl Whatsapp Group Link
ReplyDelete