রাজধানীর সদরঘাট এলাকায় সিটি করপোরেশনের উদ্যোগে বসানো ডাস্টবিনের বাক্স গুলো চুরি হয়ে যাচ্ছে। এদিকে ডাস্টবিনের অভাবে নোংরা হচ্ছে পরিবেশ।
সরজমিনে গিয়ে দেখা যায় কিছু দূর পরপর যে বসানো ডাস্টবিনের বাক্স বসানো ছিল তার বেশির ভাগই নেই। যেগুলো পড়ে আছে সেগুলোও ব্যবহারের অযোগ্য। সেগুলোতে কোন না কোন সমস্যা রয়েছে। কোনটায় বাক্স নেই, কোনটায় বাক্স থাকলেও সেগুলো দুমড়ানো মুচড়ানো।
স্থানীয়দের মতে সিটি করপোরেশনের কর্মচারীরা ডাস্টবিন বসিয়ে চলে গেছে। কিন্তু তদারকির কেউ নেই।
লক্ষিবাজারের এক চা বিক্রেতা এনামুল বলেন,"রাতের আধারে নেশাখোর স্থানীয়রা এসব চুরি করে।"
সিটি করপোরোশনের পরিচ্ছন্নতা কর্মী মমতাজ বলেন" ডাস্টবিন বসানোর পরের দিনই চুরি হয়েছে কিছু। এখনতো অনেকগুলোই নেই।"
সরজমিনে গিয়ে দেখা যায় কিছু দূর পরপর যে বসানো ডাস্টবিনের বাক্স বসানো ছিল তার বেশির ভাগই নেই। যেগুলো পড়ে আছে সেগুলোও ব্যবহারের অযোগ্য। সেগুলোতে কোন না কোন সমস্যা রয়েছে। কোনটায় বাক্স নেই, কোনটায় বাক্স থাকলেও সেগুলো দুমড়ানো মুচড়ানো।
স্থানীয়দের মতে সিটি করপোরেশনের কর্মচারীরা ডাস্টবিন বসিয়ে চলে গেছে। কিন্তু তদারকির কেউ নেই।
লক্ষিবাজারের এক চা বিক্রেতা এনামুল বলেন,"রাতের আধারে নেশাখোর স্থানীয়রা এসব চুরি করে।"
সিটি করপোরোশনের পরিচ্ছন্নতা কর্মী মমতাজ বলেন" ডাস্টবিন বসানোর পরের দিনই চুরি হয়েছে কিছু। এখনতো অনেকগুলোই নেই।"
Comments
Post a Comment