জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২য় প্রবেশদ্বার বন্ধ করে সেখানে বাহাদুরশাহ পরিবহনের অবৈধ্য বাসস্টান্ড তৈরি করা হয়েছে বলে দাবি করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সরজমিনে গিয়ে দেখা যায় বাহাদুরশাহ পরিবহনের বারটি মিনি বাস দাড় করিয়ে রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়ের বন্ধ গেটটির সামনে। সেখানে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব দুটি দ্বিতল বাসও রয়েছে। এরই পাশে যে যাত্রী ছাউনি ছিল তা রিকশা মেকানিকের দোকান হয়ে গেছে। ফুটপাত চলে গেছে হকারদের দখলে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী জানান," বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের একাংশে উন্নয়ন কাজ চলছে। একারণে গেট বন্ধ থাকতে পারে। " গেট বন্ধ থাকলেও বাস পার্কিংয়ের সুবিধা দেয়া ঠিক হয়নি বলে তিনি অভিমত দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষার্থী বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতারা বাহাদুরশাহ পরিবহনের কাছ থেকে মাসোহারার বিনিময়ে এখানে বাসস্টান্ড করার সুযোগ দিয়েছেন। তারা হকারদের কাছ থেকেও নিয়োমিত চাঁদা তোলে।"
তিনি আরও বলেন, "বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যাওয়া আসা করা সকল বাস কোম্পানি থেকেও চাঁদা তোলা হয়। একারণে বাস কোম্পানি গুলো তাদের প্রভাবে আইন অমান্য করে যেখানে সেখানে বাস দাঁড় করায়। "
সেখানে অবস্থিত বাহাদুরশাহ পার্কের প্রবেশ দ্বারের সামনে গেলে দেখা যায় বিহঙ্গ পরিবহন, সুপ্রভাত পরিবহন, সাভার পরিবহন সহ আরও কয়েকটি কোম্পানির বাস দাড়িয়ে রয়েছে। যার কারণে রাস্তা সংকুচিত হয়ে সেখানে সব সময় জ্যাম লেগে থাকছে।
(কাল্পনিক সংবাদ)
সরজমিনে গিয়ে দেখা যায় বাহাদুরশাহ পরিবহনের বারটি মিনি বাস দাড় করিয়ে রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়ের বন্ধ গেটটির সামনে। সেখানে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব দুটি দ্বিতল বাসও রয়েছে। এরই পাশে যে যাত্রী ছাউনি ছিল তা রিকশা মেকানিকের দোকান হয়ে গেছে। ফুটপাত চলে গেছে হকারদের দখলে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী জানান," বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের একাংশে উন্নয়ন কাজ চলছে। একারণে গেট বন্ধ থাকতে পারে। " গেট বন্ধ থাকলেও বাস পার্কিংয়ের সুবিধা দেয়া ঠিক হয়নি বলে তিনি অভিমত দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষার্থী বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতারা বাহাদুরশাহ পরিবহনের কাছ থেকে মাসোহারার বিনিময়ে এখানে বাসস্টান্ড করার সুযোগ দিয়েছেন। তারা হকারদের কাছ থেকেও নিয়োমিত চাঁদা তোলে।"
তিনি আরও বলেন, "বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যাওয়া আসা করা সকল বাস কোম্পানি থেকেও চাঁদা তোলা হয়। একারণে বাস কোম্পানি গুলো তাদের প্রভাবে আইন অমান্য করে যেখানে সেখানে বাস দাঁড় করায়। "
সেখানে অবস্থিত বাহাদুরশাহ পার্কের প্রবেশ দ্বারের সামনে গেলে দেখা যায় বিহঙ্গ পরিবহন, সুপ্রভাত পরিবহন, সাভার পরিবহন সহ আরও কয়েকটি কোম্পানির বাস দাড়িয়ে রয়েছে। যার কারণে রাস্তা সংকুচিত হয়ে সেখানে সব সময় জ্যাম লেগে থাকছে।
(কাল্পনিক সংবাদ)
Comments
Post a Comment