![]() |
chokh by minar rahman lyrics (চোখ মিনার রহমান লিরিক) |
আমি তোর চোখের দিকে তাকিয়ে কিছু বলতে চাই তোকে ,
আমি তোর মনটা ছুঁয়ে স্বপ্ন দিয়ে আঁকবো যে তোকে ।
তুই থাকলে রাজি , ধরবো বাজি , কোন কিছু না ভেবে ।
তুই থাকলে রাজি , ধরবো বাজি , কোন কিছু না ভেবে ।
একটু নয় , অনেক বেশি ভালোবাসি তোকে ।
ও...একটু নয় , অনেক বেশি ভালোবাসি তোকে ।
তুই তাকালে মেঘের পালে ডানা মেলে উরে গাঙচিল ,
তোর ইশারা দিচ্ছে সাঁরা , হৃদয় সুখের অন্ত্যমিল ।
তোর ইশারা দিচ্ছে সাঁরা , হৃদয় সুখের অন্ত্যমিল ।
তুই থাকলে রাজি , ধরবো বাজি , কোন কিছু না ভেবে ।
তুই থাকলে রাজি , ধরবো বাজি , কোন কিছু না ভেবে ।
খুব অদূরে রাত্রি ভোরে ইচ্ছে গুলো হচ্ছে নিখোঁজ ,
জানাশোনা তোর বায়না আনমনা হই আমি অবুঝ
ও...অ...ও...।
তুই থাকলে রাজি , ধরবো বাজি , কোন কিছু না ভেবে ।
একটু নয় , অনেক বেশি ভালোবাসি তোকে ।
ও...একটু নয় , অনেক বেশি ভালোবাসি তোকে ।
Song : Chokh Singer : Minar Rahman Lyric : Mehedi Hasan Limon Tune : Nazir Mahamud Music : Musfiq Litu Album : Minar's Chokh Label : Central Music and Video [CMV] Released Date : 09-04-2017
chokh by minar rahman mp3
chokh by minar full song
chokh by minar lyrics
chokh by minar rahman lyrics
ki kori by minar mp3 song download
minar rahman dhaka
pagol by minar mp3 download
chokh song download
Comments
Post a Comment