একাকিত্বের কোন মানে নেই
কোন মানে নেই
নীরব চিত্তের কোন গান নেই
কোন গান নেই
হলদে বাতাসে ওড়ে
খসে পড়া পাখির পালক
স্মৃতি জাল হাতড়ে মরে
কোন এক বিষন্ন বালক
আজ সে কোথায় আছে
কোথা সে রঙের শহর
সেখানে কি গাঢ়হ রাত হয়
নেমে আসে কাক ভোর
আজ সে কোথায় আছে
Singer : Minar Rahman Album : Bhumiputro Lyric : Prince Mahmud Tune : Prince Mahmud Music : Emon Chowdhury Photography : Kaushik Ikbal Video by : Prekhagriho (Shahriar Polok) Label : G Series
কোন মানে নেই
নীরব চিত্তের কোন গান নেই
কোন গান নেই
হলদে বাতাসে ওড়ে
খসে পড়া পাখির পালক
স্মৃতি জাল হাতড়ে মরে
কোন এক বিষন্ন বালক
আজ সে কোথায় আছে
কোথা সে রঙের শহর
সেখানে কি গাঢ়হ রাত হয়
নেমে আসে কাক ভোর
আজ সে কোথায় আছে
Singer : Minar Rahman Album : Bhumiputro Lyric : Prince Mahmud Tune : Prince Mahmud Music : Emon Chowdhury Photography : Kaushik Ikbal Video by : Prekhagriho (Shahriar Polok) Label : G Series
Comments
Post a Comment