যাত্রীদের সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন উপায়ে ছিনতাইয়ের অভিযোগ পাওয়া যাচ্ছে সদরঘাটের ছোট নৌকা গুলোতে। গত মাসের ১৮ তারিখে চায়ে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে ছিনতাই করা হয় বলে দাবি করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র শেখ শুভ।
শুভ সেদিনের ঘটনা তুলে ধরে বলেন, "ভাসমান একটি নৌকা থেকে চা কিনে খাবার পর আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফিরলে দেখি আমার ফোন, মানি ব্যাগ, ঘাড়ের ব্যাগ কিছু নেই।"
সেখানে বিভিন্ন ফলের দোকান ও সদরঘাটের কুলিদের কাছ থেকে জানা যায় প্রায়ই ছোট ছোট নৌকা গুলোতে এমন ছিনতাইয়ের ঘটনা ঘটে।
সেখানে একটি নৌকার মাঝি মন্টু কে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি দাবি করেন এমন ঘটনা আগে হতো এখন হয় না। তিনি জানান "১০টাকায় এপার ওপার করার জন্যই বেশি মানুষ নৌকায় ওঠে। এসব নৌকা ঘাট থেকে দূরে যায় না। কিছু মানুষ নৌকা রিজার্ভ নিয়ে ঘোরে। তারা কখনও দূরে চলে যায়। তখন এমন ঘটতে পারে কিন্তু ঘাটে এমন ঘটার সম্ভাবনা কম। "
শুভ বলেন "আমি এক ঘন্টার জন্য নৌকা ভাড়া করে সদর ঘাট থেকে বাবুবাজার ব্রিজের দিকে যাচ্ছিলাম। এসময় আরেকটি ভাসমান নৌকা এসে বলে চা খাবো কিনা। আমি সেখান থেকে চা কিনে খাই। তারপর আর কিছু মনে করতে পারি না।"
সদরঘাটের অপর পাশে নুরু মার্কেট। সেখানে গিয়ে দেখা যায় পুরনো ব্যাগ, ফোন, জামা কাপড় বিক্রির দোকান। ধারনা করা হচ্ছে আশেপাশে ঘটা ছিনতাইয়ের সামগ্রী এখানে বিক্রয় করা হয়।
শুভ সেদিনের ঘটনা তুলে ধরে বলেন, "ভাসমান একটি নৌকা থেকে চা কিনে খাবার পর আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফিরলে দেখি আমার ফোন, মানি ব্যাগ, ঘাড়ের ব্যাগ কিছু নেই।"
সেখানে বিভিন্ন ফলের দোকান ও সদরঘাটের কুলিদের কাছ থেকে জানা যায় প্রায়ই ছোট ছোট নৌকা গুলোতে এমন ছিনতাইয়ের ঘটনা ঘটে।
সেখানে একটি নৌকার মাঝি মন্টু কে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি দাবি করেন এমন ঘটনা আগে হতো এখন হয় না। তিনি জানান "১০টাকায় এপার ওপার করার জন্যই বেশি মানুষ নৌকায় ওঠে। এসব নৌকা ঘাট থেকে দূরে যায় না। কিছু মানুষ নৌকা রিজার্ভ নিয়ে ঘোরে। তারা কখনও দূরে চলে যায়। তখন এমন ঘটতে পারে কিন্তু ঘাটে এমন ঘটার সম্ভাবনা কম। "
শুভ বলেন "আমি এক ঘন্টার জন্য নৌকা ভাড়া করে সদর ঘাট থেকে বাবুবাজার ব্রিজের দিকে যাচ্ছিলাম। এসময় আরেকটি ভাসমান নৌকা এসে বলে চা খাবো কিনা। আমি সেখান থেকে চা কিনে খাই। তারপর আর কিছু মনে করতে পারি না।"
সদরঘাটের অপর পাশে নুরু মার্কেট। সেখানে গিয়ে দেখা যায় পুরনো ব্যাগ, ফোন, জামা কাপড় বিক্রির দোকান। ধারনা করা হচ্ছে আশেপাশে ঘটা ছিনতাইয়ের সামগ্রী এখানে বিক্রয় করা হয়।
Comments
Post a Comment