চোখ বোজানো সময় তোমার
ব্যস্ততা নাকি একাকিত্ব
এই শহরে ঝাঝালো মেজাজ তোমার
পরাবাস্তব নাকি অদৃষ্ট
তোমার বোঝানোর শব্দ থাকে না কেন?
সে শব্দ কে চুরি করে দেয়াল বানিয়ে দিয়েছে
সে দেয়ালে মাথা ঠোকাকে স্বর্গ ভাব তুমি
লম্বা পায়ার টেবিলে বসা দিনগুলি কি পর হয়
সে তোমাকে একা রাখতে পারে না
পারে না হৃদয় কাপানো উপন্যাসের দিনগুলি
"তুমি বরুনা হলে হব আমি শুনীল" এর দিনগুলি
নাকি তারাই তোমাকে একা করেছে
তোমার অতীত আধপোড়া এক চ্যালাকাঠ
অতীতের ভূত ঘাড় মটকায় মাঝে মাঝে
তোমার উপরে অতীত নীচে মহাবিশ্বের কোন অজানা স্থান
সে স্থানে কেউ নেই, কোন নভোচারী আসেনি
খুব সকালের মিষ্টি রোদের আড়ালো তো সূর্যটাই লুকোনো থাকে
ব্যস্ততা নাকি একাকিত্ব
এই শহরে ঝাঝালো মেজাজ তোমার
পরাবাস্তব নাকি অদৃষ্ট
তোমার বোঝানোর শব্দ থাকে না কেন?
সে শব্দ কে চুরি করে দেয়াল বানিয়ে দিয়েছে
সে দেয়ালে মাথা ঠোকাকে স্বর্গ ভাব তুমি
লম্বা পায়ার টেবিলে বসা দিনগুলি কি পর হয়
সে তোমাকে একা রাখতে পারে না
পারে না হৃদয় কাপানো উপন্যাসের দিনগুলি
"তুমি বরুনা হলে হব আমি শুনীল" এর দিনগুলি
নাকি তারাই তোমাকে একা করেছে
তোমার অতীত আধপোড়া এক চ্যালাকাঠ
অতীতের ভূত ঘাড় মটকায় মাঝে মাঝে
তোমার উপরে অতীত নীচে মহাবিশ্বের কোন অজানা স্থান
সে স্থানে কেউ নেই, কোন নভোচারী আসেনি
খুব সকালের মিষ্টি রোদের আড়ালো তো সূর্যটাই লুকোনো থাকে
Comments
Post a Comment