এক পা', দু পা'য় একটু শুরু
স্বপ্নরা ফিরে আসে
ঢিলেঢালা এই বোকাসোকা মন
সব ভুলে গিয়ে হাসে
এক পা দুপায় একটু শুরু
যাচ্ছিল একেবেঁকে
অগোছালো এক জীবনের তারে
সুর ওঠে কোথ্থেকে
এক পা শেষে দু পা এগোই
কপাল নাকি ফাটা
এক পা পিছই, দুই পা পিছই
করে দিয়ে সব ফাঁকা
এক দেয়ালে আটকে রাখা
সব স্মৃতিদের জাল
প্রেম কেটেকুটে হাত দিয়ে মাপি
ক'ইঞ্চি কপাল
এক পা দুপায় শেকলে বাঁধা
হাটতে করেছি মানা
সব না পাওয়ার সব চাওয়াতে
পর্দা আমার টানা
স্বপ্নরা ফিরে আসে
ঢিলেঢালা এই বোকাসোকা মন
সব ভুলে গিয়ে হাসে
এক পা দুপায় একটু শুরু
যাচ্ছিল একেবেঁকে
অগোছালো এক জীবনের তারে
সুর ওঠে কোথ্থেকে
এক পা শেষে দু পা এগোই
কপাল নাকি ফাটা
এক পা পিছই, দুই পা পিছই
করে দিয়ে সব ফাঁকা
এক দেয়ালে আটকে রাখা
সব স্মৃতিদের জাল
প্রেম কেটেকুটে হাত দিয়ে মাপি
ক'ইঞ্চি কপাল
এক পা দুপায় শেকলে বাঁধা
হাটতে করেছি মানা
সব না পাওয়ার সব চাওয়াতে
পর্দা আমার টানা
Comments
Post a Comment