অ্যারেন্জ ম্যারেজ করা স্বামীর বাসর রাতের যৌন সম্পর্ককে আমার কাছে অস্বাভাবিক লাগে।
দুই তিন দিনের দুই ফ্যামিলির কথা বলা, তারপর ঠিক হওয়া বিয়েতে একটা মেয়ের সাথে যৌন সম্পর্ক করে ফেলা! এত সহজ কি বিষয়টা!?
ভাল না বেসে সম্ভোগ তো পতিতাদেরও করা হয়।
যদি লোকটি যৌন চাহিদার জন্য বিয়ের রাতে অচেনা মেয়েটার সাথে যৌন সম্পর্ক করে ফেলতে পারে, তা সে চাহিদা পূরণের জন্য পরে পতিতা লয়েও যেতে তার সমস্যা মনে হবে না।
আমার বিবাহিত এক বন্ধুকে এই ব্যাপারটা বলেছিলাম। সে বলল চাহিদা পূরণ নয়, ধর্মীয় মতে এটা করতেই হবে, মেয়েটার সবকিছু বিয়ের পর থেকে পুরুষের সম্মতি হয়ে যায়, সেটাকে যেমন দেখেশুনে নিরাপত্তা দিয়ে রাখতে হয় তেমন ভোগও করতে হয়।
আমার মাথায় তখন চিন্তা এল তারমানে মেয়েরা জন্ম নেয় তার স্বামীর সম্পত্তি নিয়ে। বিয়ের আগ পর্যন্ত এত কষ্ট করে বাঁচিয়ে রাখা স্বতিত্ব আসলে স্বামীর সম্পত্তি তাই মেয়েটা নষ্ট করে না। বিয়ের রাতে স্বামী সেটা বুঝে পায়। তাই লাঙ্গল চালিয়ে জমি উর্বর করে। মেয়েদের পুরুষের দাসত্ব গ্রহণ বাংলাদেশে স্বীকৃত একটা বিষয়। পরিবারই মেয়েদের পরিপূর্ণ দাস বানানোর প্রশিক্ষণ দিয়ে বড় করে। সে দিকে না যাই। নিজে পুরুষ হওয়ায় পুরুষদের ব্যাপারটাই আমার মাথায় ঘোরে। তারা কিভাবে বিয়ের রাতে এমন অচেনা মেয়েটার কাপড় খুলে ফেলতে পারে! আমি আমার বন্ধুদের যখন এই ব্যাপারটা বলি তারা আমাকে নিয়ে হাসাহাসি করে, বিয়ের রাতে বউকে করবে না কতবড় বোকাচোদা হলে এমন চিন্তা মাথায় আসতে পারে। জানি আপনারাও যদি লেখাটা পড়েন অনেকে আমার বোকামী নিয়ে হাসবেন। হাসেন। তবু মনে হল আমার মত যদি কোন বোকাচোদা থেকে থাকে, সে জানল সে একা না।
দুই তিন দিনের দুই ফ্যামিলির কথা বলা, তারপর ঠিক হওয়া বিয়েতে একটা মেয়ের সাথে যৌন সম্পর্ক করে ফেলা! এত সহজ কি বিষয়টা!?
ভাল না বেসে সম্ভোগ তো পতিতাদেরও করা হয়।
যদি লোকটি যৌন চাহিদার জন্য বিয়ের রাতে অচেনা মেয়েটার সাথে যৌন সম্পর্ক করে ফেলতে পারে, তা সে চাহিদা পূরণের জন্য পরে পতিতা লয়েও যেতে তার সমস্যা মনে হবে না।
আমার বিবাহিত এক বন্ধুকে এই ব্যাপারটা বলেছিলাম। সে বলল চাহিদা পূরণ নয়, ধর্মীয় মতে এটা করতেই হবে, মেয়েটার সবকিছু বিয়ের পর থেকে পুরুষের সম্মতি হয়ে যায়, সেটাকে যেমন দেখেশুনে নিরাপত্তা দিয়ে রাখতে হয় তেমন ভোগও করতে হয়।
আমার মাথায় তখন চিন্তা এল তারমানে মেয়েরা জন্ম নেয় তার স্বামীর সম্পত্তি নিয়ে। বিয়ের আগ পর্যন্ত এত কষ্ট করে বাঁচিয়ে রাখা স্বতিত্ব আসলে স্বামীর সম্পত্তি তাই মেয়েটা নষ্ট করে না। বিয়ের রাতে স্বামী সেটা বুঝে পায়। তাই লাঙ্গল চালিয়ে জমি উর্বর করে। মেয়েদের পুরুষের দাসত্ব গ্রহণ বাংলাদেশে স্বীকৃত একটা বিষয়। পরিবারই মেয়েদের পরিপূর্ণ দাস বানানোর প্রশিক্ষণ দিয়ে বড় করে। সে দিকে না যাই। নিজে পুরুষ হওয়ায় পুরুষদের ব্যাপারটাই আমার মাথায় ঘোরে। তারা কিভাবে বিয়ের রাতে এমন অচেনা মেয়েটার কাপড় খুলে ফেলতে পারে! আমি আমার বন্ধুদের যখন এই ব্যাপারটা বলি তারা আমাকে নিয়ে হাসাহাসি করে, বিয়ের রাতে বউকে করবে না কতবড় বোকাচোদা হলে এমন চিন্তা মাথায় আসতে পারে। জানি আপনারাও যদি লেখাটা পড়েন অনেকে আমার বোকামী নিয়ে হাসবেন। হাসেন। তবু মনে হল আমার মত যদি কোন বোকাচোদা থেকে থাকে, সে জানল সে একা না।
Comments
Post a Comment