বৃষ্টি যেন মিষ্টি লাগে, হৃদয়টা গায় গান
বই খাতা সব ছুড়ে ফেলে চায় যে তাকে প্রাণ
পাগল পাগল মনটা আর উড়ছে যেন জান
আরে দাঁড়াও, বন্ধু না হয়, মন হবে খানখান।
চাইছো তাকে, বুনছো স্বপ্ন, স্বপ্ন নদীর বাঁকে,
ভাবছো তুমি, স্বপ্ন পূরণ, হবে পেলে তাকে।
পেয়ে যদি, হারাও তাকে, ভেবেছো একবারো,
স্বপ্ন পঁচবে, পঁচবে বুকটা, স্বপ্নচুর এবারো।
না না শেষ হইনি তখনও তার দেয়া সব সাজা,
কাচের মত ভাঙ্গবে হৃদয়, তুমি রাজ্যবিহীন রাজা।
বুঝবে ছাড়লে রক্তের সাথে কষ্ট মেশার স্বাদ
ভালবাসা দিয়ে হয়না কিছু, এটা বালির বাঁধ।
হাজার লাভিউ, হাজার শব্দ, হাজার সময় মিশে
কতটা তাকে ভালবেসেছিলে বুঝবে সবার শেষে।
বই খাতা সব ছুড়ে ফেলে চায় যে তাকে প্রাণ
পাগল পাগল মনটা আর উড়ছে যেন জান
আরে দাঁড়াও, বন্ধু না হয়, মন হবে খানখান।
চাইছো তাকে, বুনছো স্বপ্ন, স্বপ্ন নদীর বাঁকে,
ভাবছো তুমি, স্বপ্ন পূরণ, হবে পেলে তাকে।
পেয়ে যদি, হারাও তাকে, ভেবেছো একবারো,
স্বপ্ন পঁচবে, পঁচবে বুকটা, স্বপ্নচুর এবারো।
না না শেষ হইনি তখনও তার দেয়া সব সাজা,
কাচের মত ভাঙ্গবে হৃদয়, তুমি রাজ্যবিহীন রাজা।
বুঝবে ছাড়লে রক্তের সাথে কষ্ট মেশার স্বাদ
ভালবাসা দিয়ে হয়না কিছু, এটা বালির বাঁধ।
হাজার লাভিউ, হাজার শব্দ, হাজার সময় মিশে
কতটা তাকে ভালবেসেছিলে বুঝবে সবার শেষে।
Comments
Post a Comment