কোন ছেলে আজ দেখছে রাতের আকাশটা
প্রেম টেম নয় সে ভাবছে দেখে আকারটা
কোন ছেলে আজ বই নিয়ে শুধু শুধু পড়ছে
ক্লাশ বই নয় তার শরতের লেখা মনে ধরেছে
কোন ছেলে সাইকেলে চাকা তুলে চালাতে চাচ্ছে
কোন ছেলে গিটারে টুংটুাঙে এলাকার কাক তাড়াচ্ছে
কোন ছেলে গেমে মজে মারছে ধরে ভিলেনদের
কোন ছেলে ছবি তোলে, তোলে না শুধু মানুষের
কোন ছেলে হঠাৎ সবছেড়েছুড়ে আঁকছে গাছটা
কোন কেন ছেলে শুধু কোড লিখে বাজায় রাতের পাঁচটা
কোন ছেলে আঁকে লম্ব ব্যস ভূমি গণিতের
রাত থেকে ভোর হয় অংকটা মিলিয়ে সে ছাড়বেই
কোন ছেলে বোঝে না রাজনীতির মার প্যাচটা
শুধু বোঝে দেশটা যাক গেলে চলে যাক জানটা
কতশত ছেলে আজও নিয়ম ভেঙে করে ছারখার
ব্যাট নিয়ে রোদে খেলে দুপুরটা চলে যায় বারবার
তোমরা যে বল তারা বোকা বোকা কত কিছু করছে
ছেলেটা শোনে শুধু হৃদয়টা কি কথা বলছে
ছেলেটা শোনে শুধু হৃদয়টা কি কথা বলছে
ছেলেটা শোনে শুধু হৃদয়টা কি কথা বলছে
প্রেম টেম নয় সে ভাবছে দেখে আকারটা
কোন ছেলে আজ বই নিয়ে শুধু শুধু পড়ছে
ক্লাশ বই নয় তার শরতের লেখা মনে ধরেছে
কোন ছেলে সাইকেলে চাকা তুলে চালাতে চাচ্ছে
কোন ছেলে গিটারে টুংটুাঙে এলাকার কাক তাড়াচ্ছে
কোন ছেলে গেমে মজে মারছে ধরে ভিলেনদের
কোন ছেলে ছবি তোলে, তোলে না শুধু মানুষের
কোন ছেলে হঠাৎ সবছেড়েছুড়ে আঁকছে গাছটা
কোন কেন ছেলে শুধু কোড লিখে বাজায় রাতের পাঁচটা
কোন ছেলে আঁকে লম্ব ব্যস ভূমি গণিতের
রাত থেকে ভোর হয় অংকটা মিলিয়ে সে ছাড়বেই
কোন ছেলে বোঝে না রাজনীতির মার প্যাচটা
শুধু বোঝে দেশটা যাক গেলে চলে যাক জানটা
কতশত ছেলে আজও নিয়ম ভেঙে করে ছারখার
ব্যাট নিয়ে রোদে খেলে দুপুরটা চলে যায় বারবার
তোমরা যে বল তারা বোকা বোকা কত কিছু করছে
ছেলেটা শোনে শুধু হৃদয়টা কি কথা বলছে
ছেলেটা শোনে শুধু হৃদয়টা কি কথা বলছে
ছেলেটা শোনে শুধু হৃদয়টা কি কথা বলছে
Comments
Post a Comment