তুমি আর আমি না বুঝে কতটা গল্প লিখেছি খাতায় হাতে হাত রেখে এক পথে হেঁটে জীবন পারের আশায় সেই সব পথ আজ হারিয়ে স্মৃতি হয়ে শুধু হাসে দুজনার পথ দুদিকে চলেছে জীবন সাগরে ভেসে মায়াগুলো সব মেঘ হয়ে ওড়ে একগাদা জল নিয়ে কেউ সাথে নেই দেখবে না কেউ ঝড়ে যা বৃষ্টি হয়ে সেই শেষ কবে পথ হেটেছি তোমাকে পাশে রেখে মৃত স্মৃতি নাকি জমা অভিমান আজ কাকে তুমি নেবে? জোর করা হাত কাঁপা কাঁপা ঠোঁটে ছুয়েছে মনে আছে সুগভীর চোখে তাকাতে দাওনি ফিরিয়ে নিয়েছো লাজে বদ্ধ ঘরের মৃদু মৃদৃ আলো মাথা রেখেছিলে বুকে হৃদয়টা নেড়ে কথা দিয়েছিলে থাকবে সুখে দুখে দুজনার সেই অজানা লালসা সিড়িগুলো শুধু জানে চুপি চুপি তুমি কত ভালোবাসো বলেছো আমার কানে সেই সব সুখ দুখ হয়ে যায় রূপকথাদের পাতায় তোমার বাড়ির আঁধ পাকা রোড তীর হয়ে বুকে বাঁধায় অভিমানি তুমি বোকাবোকা আমি রাগ হয়ে যেতে বেশি কত রাত জেগে মাপামাপি হত ভুলটা যে কার বেশি না মানলে বাড়ি পালিয়ে যাবো খাবো নিজেদের কাজে সব প্লান আজ মরা ফুল হয়ে আছে ডায়রির ভাজে ভুল কার ছিল ছিল কার দোষ আমি খুজি ভালবাসা অতীতে তোমার দায়িত্ব আর ব্যস্ততা দিয়ে ঠাসা এক জীবনের এক ভালবাসা তাও নিয়ে গেলে নিজে কোন পৃথিবী উপহার দিলে অতীত ফির...