একটু কথা বললে না হয় আজ লুকিয়ে
আস্ত একটা সাগর আমার যায় শুকিয়ে
উড়িয়ে দাও না রাগগুলোসব এই আকাশে
নিচ্ছি আমি দোষগুলো সব আমার পাশে
রাত দুপুরে মারছো আমায় মায়ার ফাঁদে
জানলা দিয়ে আঁধার ঢোকে আর্তনাদে
মৃত্যু দুঃখে সুখের খোজে রাতের শেষে
অপেক্ষাতে থাকছি আমি অপেক্ষাতে
আস্ত একটা সাগর আমার যায় শুকিয়ে
উড়িয়ে দাও না রাগগুলোসব এই আকাশে
নিচ্ছি আমি দোষগুলো সব আমার পাশে
রাত দুপুরে মারছো আমায় মায়ার ফাঁদে
জানলা দিয়ে আঁধার ঢোকে আর্তনাদে
মৃত্যু দুঃখে সুখের খোজে রাতের শেষে
অপেক্ষাতে থাকছি আমি অপেক্ষাতে
Comments
Post a Comment