Abar ( আবার ) Lyrics - Minar Rahman তুমি কি আমার হাসি মুখের আবার কারন হবে ? তুমি কি আমার শত ভুলের আবার বাড়ন হবে ? দেবো না জল আসতে চোখে , কোনদিনও আর , আর একটি বার দাও যদি জল মোছার অধিকার । তুমি কি আমার হাসি মুখের আবার কারন হবে? তুমি কি আমার শত ভুলের আবার বাড়ন হবে ? আমি তোমার নতুন ভোরের সূর্য হতে চাই , আমি আবার তোমার আসার প্রদীপ হতে চাই । দেবো না জল আসতে চোখে, কোনদিনও আর, আর একটি বার দাও যদি জল মোছার অধিকার । তুমি কি আমার হাসি মুখের আবার কারন হবে? তুমি কি আমার শত ভুলের আবার বাড়ন হবে? মুছে ফেলো অভিমানের দাগটি তুমি এবার, হাসির আলো, আমায় করো আলোকিত আবার । দেবো না জল আসতে চোখে, কোনদিনও আর, আর একটি বার দাও যদি জল মোছার অধিকার। তুমি কি আমার হাসি সুখের আবার কারন হবে? তুমি কি আমার শত ভুলের আবার বাড়ন হবে? Song: Abar Singer: Minar Lyrics: Snahashish Ghosh Music: Rezwan Sheikh Cast: Siam & Saira DOP: Suman Sarker Direction: Mahmudur Rahman Hime Asst director team: Emran Robin, Dipto...