বহু রাতের অগোছালো শব্দগুলো
উঠে আসে মাঝে মাঝে
তোমার সাথে কথায় কথায়, একটু করে ভাললাগানোর মাঝে
বলতে চেয়েছি বহুদিন,তোমার জন্য কি যেন হয় আমার মাঝে
তোমার আমার স্মৃতির নদীটা ভাঙন ধরায় পাড়ে
এ বসন্তে, কোকিলরা গায়, ভাঙ্গন থামাতেই
চল দুজনে বিশাল সাগরে হাত ধরে ডুব দেই
একাকিত্বের তপ্তরোদে বৃষ্টি হয়ে এসেছো এখানে
স্বপ্নের রাস্তায় হাটি চল বাকিটুকুন একসাথে
হাত ধরতে হবে না, আমার সাথে থেকো শুধু
শেষটা নাহয় দুজনে মিলে ঝগড়া করে কাটিয়ে দেব একসাথে।
উঠে আসে মাঝে মাঝে
তোমার সাথে কথায় কথায়, একটু করে ভাললাগানোর মাঝে
বলতে চেয়েছি বহুদিন,তোমার জন্য কি যেন হয় আমার মাঝে
তোমার আমার স্মৃতির নদীটা ভাঙন ধরায় পাড়ে
এ বসন্তে, কোকিলরা গায়, ভাঙ্গন থামাতেই
চল দুজনে বিশাল সাগরে হাত ধরে ডুব দেই
একাকিত্বের তপ্তরোদে বৃষ্টি হয়ে এসেছো এখানে
স্বপ্নের রাস্তায় হাটি চল বাকিটুকুন একসাথে
হাত ধরতে হবে না, আমার সাথে থেকো শুধু
শেষটা নাহয় দুজনে মিলে ঝগড়া করে কাটিয়ে দেব একসাথে।
Comments
Post a Comment