তোমাকে নিয়ে যাই ভাবি তা কবিতা হয়ে যায়
তোমাকে নিয়ে যখন ভাবি নিজেকে সুখি মনে হয়
তোমাকে নিয়ে ভাবি যেন যুদ্ধ জয়ের নীলনকশা আঁকি
তোমাকে নিয়ে যখনই ভাবি কে যেন মেলোডি সুর ধরে
তোমাকে নিয়ে ভাবার মানে পার্কে দেখা অজানা পাখিটির ঘরবাঁধার খড়কুটো কুড়োনো
তোমাকে নিয়ে ভাবতে গেলে সব অগোছালো হয়ে যায়, যেমন এই কবিতার ছন্দ
তোমাকে নিয়ে এত ভাবি যে ভুলে যাই বলতে
ভালবাসি, অনেক অনেক ভালবাসি।
তোমাকে নিয়ে যখন ভাবি নিজেকে সুখি মনে হয়
তোমাকে নিয়ে ভাবি যেন যুদ্ধ জয়ের নীলনকশা আঁকি
তোমাকে নিয়ে যখনই ভাবি কে যেন মেলোডি সুর ধরে
তোমাকে নিয়ে ভাবার মানে পার্কে দেখা অজানা পাখিটির ঘরবাঁধার খড়কুটো কুড়োনো
তোমাকে নিয়ে ভাবতে গেলে সব অগোছালো হয়ে যায়, যেমন এই কবিতার ছন্দ
তোমাকে নিয়ে এত ভাবি যে ভুলে যাই বলতে
ভালবাসি, অনেক অনেক ভালবাসি।
Comments
Post a Comment