ছোট্ট একটু কথা, হয়ত কোন শুরু
ছোট্ট একটা চাওয়া, চাইতে দুরুদুরু!
হয়ত কোন কালে, হয়ত বা বিকেলে
তুমি আর আমি, হাটব দুজন মিলে,
থাকবে ঐ আকাশ, থাকবে একটু বৃষ্টি
ছাতা বন্ধ করে হাসবে তুমি মিষ্টি
ওই একটু হাসি, এইতো আমার চাই
দুজনেতে ভিজি আর অসুখ বাঁধাই।
ওই দূরেতে তুমি, আমি গাইছি গান
মনটা চাইছি তোমার, করবে আমায় দান?
এক অজানা সুরে, স্বপ্ন অনাবিলে
পাগলামিতে ভিজি, ভিজি দুজন মিলে
মাটিরা ভিজবে না, পাখিরা গাইবে না
আপনরা চাইবে না, কেউ মেনে নেবে না
হয়ত এই চাওয়া তুমি-মেনে নেবে না
হয়ত তুমি দেখবে, শত কষ্ট যাতনা
হয়ত তুমি বলবে, বৃষ্টিতে ভিজবো না
হয়ত তুমি ভাববে,উহু, ভুল করা যাবে না
হয়ত অংক কষবে, মনের-মিল-হলে-হয়-না
কিন্তু মনের চাওয়া জন্যই, মনতো যুক্তি বোঝে না
মনটা বলছে "তুমি", কিন্তু সেতো জানেনা,
জীবনটা খুব কঠিন, সেতো কাউকে মানে না
তবু এই একটাইতো জীবন, অজানা গল্পের হোক শুরু
প্রচীরটা হবে সত্যের আর বিশ্বাসেতে পুরু
জীবনে থাকে রাত, থাকবে কিছু কালো
তবু বলতে পারি তোমায় বাসবো ভিশন ভালো।
ছোট্ট একটা চাওয়া, চাইতে দুরুদুরু!
হয়ত কোন কালে, হয়ত বা বিকেলে
তুমি আর আমি, হাটব দুজন মিলে,
থাকবে ঐ আকাশ, থাকবে একটু বৃষ্টি
ছাতা বন্ধ করে হাসবে তুমি মিষ্টি
ওই একটু হাসি, এইতো আমার চাই
দুজনেতে ভিজি আর অসুখ বাঁধাই।
ওই দূরেতে তুমি, আমি গাইছি গান
মনটা চাইছি তোমার, করবে আমায় দান?
এক অজানা সুরে, স্বপ্ন অনাবিলে
পাগলামিতে ভিজি, ভিজি দুজন মিলে
মাটিরা ভিজবে না, পাখিরা গাইবে না
আপনরা চাইবে না, কেউ মেনে নেবে না
হয়ত এই চাওয়া তুমি-মেনে নেবে না
হয়ত তুমি দেখবে, শত কষ্ট যাতনা
হয়ত তুমি বলবে, বৃষ্টিতে ভিজবো না
হয়ত তুমি ভাববে,উহু, ভুল করা যাবে না
হয়ত অংক কষবে, মনের-মিল-হলে-হয়-না
কিন্তু মনের চাওয়া জন্যই, মনতো যুক্তি বোঝে না
মনটা বলছে "তুমি", কিন্তু সেতো জানেনা,
জীবনটা খুব কঠিন, সেতো কাউকে মানে না
তবু এই একটাইতো জীবন, অজানা গল্পের হোক শুরু
প্রচীরটা হবে সত্যের আর বিশ্বাসেতে পুরু
জীবনে থাকে রাত, থাকবে কিছু কালো
তবু বলতে পারি তোমায় বাসবো ভিশন ভালো।
Comments
Post a Comment