আমি বড্ড বোকা ছেলে
সবকিছু বুঝি ধোঁকা খেলে
বলে ফেলি সব ঝুড়ি মেলে
আমি বড্ড বোকা ছেলে
কত দূর আমি হেঁটে এলে
বুদ্ধিটা বাড়ে কত পেলে
ভুলে যাই সব দূরে গেলে
আমি বড্ড বোকা ছেলে
জীবন শুধু পাশ ফেলে
ভালোরা চলে সব ঠেলে
বোকারা নাকি চাষা, জেলে
আমিও বড্ড বোকা ছেলে!
চালাকরা আজ আলো জ্বালে
আমি আঁধারে দাঁড়িয়ে চোখ মেলে
সবে-ছুটছে সেদিকে একা ফেলে
বলে যাচ্ছে আমায় বোকা ছেলে।
কত মানুষ আমায় বুঝে ফেলে
কিছুতো বলি না কাছে পেলে
ভাবি আমি বসে-সব ফেলে
বোকারা বড্ড বোকা ছেলে।
সবকিছু বুঝি ধোঁকা খেলে
বলে ফেলি সব ঝুড়ি মেলে
আমি বড্ড বোকা ছেলে
কত দূর আমি হেঁটে এলে
বুদ্ধিটা বাড়ে কত পেলে
ভুলে যাই সব দূরে গেলে
আমি বড্ড বোকা ছেলে
জীবন শুধু পাশ ফেলে
ভালোরা চলে সব ঠেলে
বোকারা নাকি চাষা, জেলে
আমিও বড্ড বোকা ছেলে!
চালাকরা আজ আলো জ্বালে
আমি আঁধারে দাঁড়িয়ে চোখ মেলে
সবে-ছুটছে সেদিকে একা ফেলে
বলে যাচ্ছে আমায় বোকা ছেলে।
কত মানুষ আমায় বুঝে ফেলে
কিছুতো বলি না কাছে পেলে
ভাবি আমি বসে-সব ফেলে
বোকারা বড্ড বোকা ছেলে।
Comments
Post a Comment