আমরা কমিউনিকেশন সাবজেক্টে অত্যন্ত কিউট একজন ম্যাম পাইছি। ক্লাশের মাঝেই ম্যাম আমাদের কমিউনিকেশনের আগা থেকে গোড়া গুলিয়ে শরবত করে খাওয়াচ্ছে। সে শরবত বড় অমৃত। বাসায় এসেও ঠোটে (মনে) লেগে থাকে। নতুন করে আর খাওয়া (পড়া) লাগে না। তবুও আমি আজ এসেছি কমিউনিকেশন বিষয়ে কিছু জ্ঞান দান করতে। প্রথমত আপনাদের বুঝতে হবে কমিউনিকেশন জিনিসটা কি? "কমিউনিকেশন হল এমন একটি প্রক্রিয়া যেখানে প্রেরক এবং গ্রাহক কথা বলে বা কথা না বলেই কোন তথ্য, চিন্তা, অভিমত ইত্যাদি আদান প্রদান করে। " হাহহহহ। পরীক্ষাতে দশে দশ। নাহ বাই, ম্যাম বলছে শুধু সঙ্গা লিখে মঙ্গা ঘুচবে না নাকি। :-/ সাথে মনে রাখতে হবে গুণীজনদের দিয়ে যাওয়া ডায়লগগুলো। জনাব এরিস্টোটল সাহেব দুনিয়ার এহেন কোন সাবজেক্ট বাকি রাখেন নাই যেখানে তার ডায়লগ রাখেন নাই। কমিউনিকেশনেও এরিস্টোটল এসে হাজির। তার কমিউনিকেশন নিয়ে ডায়লগ হল- "কমিউনিকেশন হল প্রভাবিত করার সকল প্রকার চেষ্টা।" কার্ল আই হোভল্যান্ড মৃদু স্বরে বলে গেছেন- "কমিউনিকেশন একটি প্রকৃয়া, বুঝলা বাজান। যেখানে একজন ব্যক্তি তার উদ্দীপনাকে আরেক ব্যাক্তির কাছে প্রবাহিত করে। " এব...