BONDHU TOR LAAIGYA RE Lyrics [Bangla] | বন্ধু তোর লাইগারে লিরিকস | JAYA | KAUSHIK GANGULY | KALIKAPRASAD
বন্ধু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে আমার তনু জড়জড়
মনে লয় ছাড়িয়ারে যাইতাম থুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগা রে অরণ্য জঙ্গলার মাঝে আমার একখান ঘর অরণ্য জঙ্গলার মাঝে আমার একখান ঘর ভাইও নাই বান্ধবও নাই মোর কে লইবো খবর হায়রে ভাইও নাই বান্ধবও নাই মোর কে লইবো খবর বন্ধু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে আমার তনু জড়জড় মনে লয় ছাড়িয়ারে যাইতাম থুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগা রে বট বৃক্ষের তলে আইলাম ছায়া পাইবার আশে বট বৃক্ষের তলে আইলাম ছায়া পাইবার আশে ডাল ভাঙ্গিয়া রৌদ্র ওঠে আমার কর্মদোষে হায়রে ডাল ভাঙ্গিয়া রৌদ্র ওঠে আমার কর্মদোষে বন্ধু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে আমার তনু জড়জড় মনে লয় ছাড়িয়ারে যাইতাম থুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগা রে নদী পার হইতে গেলাম নদীরও কিনারে নদীরও কিনার বানাইয়া নদী পার হইতে গেলাম নদীরও কিনারে আমারে দেখিয়ারে নৌকা সরে দুরে দুরে হায়রে আমারে দেখিয়ারে নৌকা সরে দুরে দুরে বন্ধু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে আমার তনু জড়জড় মনে লয় ছাড়িয়ারে যাইতাম থুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগা রে
Comments
Post a Comment