বাংলাদেশ বেতারে অনিয়ম , অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে সেই গৌরব হারাতে বসেছে প্রতিষ্ঠানটি। নিয়মিত মহাপরিচালক , উপ - মহাপরিচালক ( অনুষ্ঠান ), পরিচালক ( প্রশাসন ও অর্থ ) ছাড়াই চলছে জাতীয় সম্প্রচার মাধ্যমটি। এ ছাড়া অন্যত্র বদলির পরও বেতারেই অফিস চালিয়ে যাওয়া , একই পদের বিপরীতে দুই ব্যক্তির বেতন উত্তোলন , সাধারণ ক্যাডারের পদে প্রকৌশলী পদায়ন , স্বাধীনতা - মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠানের ত্রুটিযুক্ত প্রচারসহ রয়েছে আরও নানা অব্যবস্থাপনা। অনুসন্ধানে জানা যায় , ওএসডি হয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্তি দেয়ার পরও বেতারেই অফিস করছেন এর ‘ সাবেক ’ পরিচালক ( প্রশাসন ও অর্থ ) মিজানুর রহমান। ৮ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯০ নম্বর গেজেটে ৬নং ক্রমিকে বর্ণিত আদেশানুসারে তাকে ওএসডি করা হয়। শুধু তাই নয় , বেতারের দাফতরিক কাজে তিনি ভ্রমণও করেছেন বলে জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এ ছাড়া অভিযোগ রয়েছে , তিনি একজন অতিরিক্ত সচিব হয়েও তিনধাপ নিচে উপসচিবের পদ পরিচালক ( ...