তোমার মাঝে যে রঙ্গিন স্বপ্ন ওড়ে ঐ বহুদূর
বহুদূর গিয়ে, যদি আমি বলি, চল খাই চানাচুর
খাবে তুমি কি, বসবে চাঁদে, রাখবে বাটি আকাশে
চায়ে চিনি কম, মেঘ ছিড়ে ছিড়ে, শুকাবো খোলা বাতাসে
শুকনো মেঘে, চা গুলিয়ে, বসব পাশাপাশি
আরে ভয় নেই, কোন ভয় নেই, বলব না ভালবাসি
বলব তোমায় পাখির গল্প, ব্যাঙের বাসায় থাকে
ছোট্ট বাড়ির ছোট্ট চালায় মেঘের স্বপ্ন আঁকে
অথবা বলব অাফ্রিকাতে অর্থনীতির কথা
মন্দায় শেষ সবকিছু আজ, সবার মাথাব্যাথা
কিংবা বলব বাংলাদেশে কয়টা নদী আছে
কয়টায় আজ জল শুকিয়ে, ধানের দোলায় ভাসে
তুমি কি জানো বার্জেলিয়াস বা প্লাঙ্কের সূত্রটা
চাঁদে বসার আগে, খাতা এনে রেখো, শেখাবো নাহয় ওটা
এসব যদি ভাল না লাগে, চলো দেয়া নেয়া করি
সাক্ষী থাকবে স্বপ্নদেশের মেঘদূত, অপ্সরী
আমার জীবনের বাকি সুখগুলো
সব কিছু তুমি নেবে
শুধু তোমার হৃদয়ের কবিতাখানি
আমাকে পড়তে দেবে।
বহুদূর গিয়ে, যদি আমি বলি, চল খাই চানাচুর
খাবে তুমি কি, বসবে চাঁদে, রাখবে বাটি আকাশে
চায়ে চিনি কম, মেঘ ছিড়ে ছিড়ে, শুকাবো খোলা বাতাসে
শুকনো মেঘে, চা গুলিয়ে, বসব পাশাপাশি
আরে ভয় নেই, কোন ভয় নেই, বলব না ভালবাসি
বলব তোমায় পাখির গল্প, ব্যাঙের বাসায় থাকে
ছোট্ট বাড়ির ছোট্ট চালায় মেঘের স্বপ্ন আঁকে
অথবা বলব অাফ্রিকাতে অর্থনীতির কথা
মন্দায় শেষ সবকিছু আজ, সবার মাথাব্যাথা
কিংবা বলব বাংলাদেশে কয়টা নদী আছে
কয়টায় আজ জল শুকিয়ে, ধানের দোলায় ভাসে
তুমি কি জানো বার্জেলিয়াস বা প্লাঙ্কের সূত্রটা
চাঁদে বসার আগে, খাতা এনে রেখো, শেখাবো নাহয় ওটা
এসব যদি ভাল না লাগে, চলো দেয়া নেয়া করি
সাক্ষী থাকবে স্বপ্নদেশের মেঘদূত, অপ্সরী
আমার জীবনের বাকি সুখগুলো
সব কিছু তুমি নেবে
শুধু তোমার হৃদয়ের কবিতাখানি
আমাকে পড়তে দেবে।
Comments
Post a Comment