পৃথিবীতে এমন কোন মেয়ে নাই যাকে শুধু একটা ছেলেই ভালবাসছে। একটা মেয়ে
জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন ছেলের ভালবাসা পায়। কোনটা গ্রহণ করে, কোনটা পাশ
কাটিয়ে যায়। সেই মেয়ে যদি আবার ইয়ে টাইপ হয় তো সকল ছেলেকে হাতের মুঠোয়
রাখে, ইচ্ছেমত নাকে দড়ি দিয়ে ঘুরিয়েও নিয়ে বেড়ায়।
মেয়েটার কোন ছেলের সাথে রিলেশন হয়, কোন ছেলে হৃদয় দিয়ে ফেললে তখন হৃদয় হারানোর ব্যাথায় কাতরাতে থাকে, কোন ছেলে আবার মেয়েটার হৃদয় ও ১৮+ নিয়ে মেয়েটাকে উল্টা কাচকলা দেখিয়ে ভেগে যায়। ফলাফল সময়ের সাথে মেয়েটার জীবনে আসা ছেলের নামের লিষ্ট বড় হতে থাকে।
আমার ফ্রেন্ডলিষ্টে এমন কয়েকজন যারা বিভিন্ন সময়ে একই মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে। তখন তারা এক জন অপর জনের মহাশত্রু ছিল। শত্রু হওয়াই স্বাভাবিক। সব ভাগাভাগি করা যায় কিন্তু ভালবাসার মানুষকে অন্যের সাথে ভাগ করা যায় না। সেটা ছিল তখনকার রিয়েলিটি।
কিন্তু এখন এতদিন পরও তারা শত্রুই আছে অথচ দেখা গেছে যেই মেয়ের জন্য তারা শত্রু সেই মেয়েই তাদের ছেড়ে অন্যকোন বড়ভাইয়ের সাথে প্রেম করে মনের সুখে দিন কাটাচ্ছে।
তারা শত্রু, তাদের ব্যাপার, সব ঠিক আছে। কিন্তু গোল বাঁধে যখন আমি তাদের কোন একজনের সাথে ঘুরি, ছবি তুলি বা কথা বলি। তখন অন্যজন মুখ কালো করে থাকে। মনে করে আমি তার চেয়ে তার শত্রুকে প্রায়রিটি বেশি দিচ্ছি। আমিও তখন তার শত্রু হয়ে যাই।
এখন প্রায়ই দেখি সেই লাভারদের কেউ ই আমার সাথে ভাল করে কথা বলে না।সবাই আমাকে প্রতিপক্ষ ভাবে, এড়িয়ে চলে।
সবাইকে একবারে খুশি রাখা সম্ভব না আবার সবাইকে দুঃখীও দেখতে চাই না।
এই ব্যাপারটা এক কাছের বন্ধুকে পরীক্ষামূলক ভাবে বুঝিয়ে বললাম। দেখি সে কি বলে। সে কাঠ কাঠ মুখ কইরা বলল "মইরা যা তুই"।
আপনারা বলেন মরলে কি সমাধান আছে! দেখা যাবে আমার চল্লিশায় এক বন্ধু আসছে জন্য অন্য বন্ধু আসলই না। যেই লাউ সেই কদু। মইরাতো শান্তি পাইলাম না তখন।
মেয়েটার কোন ছেলের সাথে রিলেশন হয়, কোন ছেলে হৃদয় দিয়ে ফেললে তখন হৃদয় হারানোর ব্যাথায় কাতরাতে থাকে, কোন ছেলে আবার মেয়েটার হৃদয় ও ১৮+ নিয়ে মেয়েটাকে উল্টা কাচকলা দেখিয়ে ভেগে যায়। ফলাফল সময়ের সাথে মেয়েটার জীবনে আসা ছেলের নামের লিষ্ট বড় হতে থাকে।
আমার ফ্রেন্ডলিষ্টে এমন কয়েকজন যারা বিভিন্ন সময়ে একই মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে। তখন তারা এক জন অপর জনের মহাশত্রু ছিল। শত্রু হওয়াই স্বাভাবিক। সব ভাগাভাগি করা যায় কিন্তু ভালবাসার মানুষকে অন্যের সাথে ভাগ করা যায় না। সেটা ছিল তখনকার রিয়েলিটি।
কিন্তু এখন এতদিন পরও তারা শত্রুই আছে অথচ দেখা গেছে যেই মেয়ের জন্য তারা শত্রু সেই মেয়েই তাদের ছেড়ে অন্যকোন বড়ভাইয়ের সাথে প্রেম করে মনের সুখে দিন কাটাচ্ছে।
তারা শত্রু, তাদের ব্যাপার, সব ঠিক আছে। কিন্তু গোল বাঁধে যখন আমি তাদের কোন একজনের সাথে ঘুরি, ছবি তুলি বা কথা বলি। তখন অন্যজন মুখ কালো করে থাকে। মনে করে আমি তার চেয়ে তার শত্রুকে প্রায়রিটি বেশি দিচ্ছি। আমিও তখন তার শত্রু হয়ে যাই।
এখন প্রায়ই দেখি সেই লাভারদের কেউ ই আমার সাথে ভাল করে কথা বলে না।সবাই আমাকে প্রতিপক্ষ ভাবে, এড়িয়ে চলে।
সবাইকে একবারে খুশি রাখা সম্ভব না আবার সবাইকে দুঃখীও দেখতে চাই না।
এই ব্যাপারটা এক কাছের বন্ধুকে পরীক্ষামূলক ভাবে বুঝিয়ে বললাম। দেখি সে কি বলে। সে কাঠ কাঠ মুখ কইরা বলল "মইরা যা তুই"।
আপনারা বলেন মরলে কি সমাধান আছে! দেখা যাবে আমার চল্লিশায় এক বন্ধু আসছে জন্য অন্য বন্ধু আসলই না। যেই লাউ সেই কদু। মইরাতো শান্তি পাইলাম না তখন।
Comments
Post a Comment