Skip to main content

xiaomi mi 5 unlocked root rom flash bangla TWRP শাওমী রুট মি ৫ রম ফ্লাশ আনলক বুটলোডার TWRP বাংলা

হেনস্থা হবার একটা লিমিট থাকে। কোন অবৈধ্য কাজ করছি না, কোন অপরাধও করছি না। তারপরও এক রম ইন্সটল দিতে যা যা হইছে তা কল্পণার বাইরে ছিল। 😒

ডিভাইসের নাম xiaomi mi 5।

সেই কবে বলছে miui 9 স্টাবল দেবে দেবে করছে। কিন্তু দেবার কোন খোজ নাই। মাস পার হয়ে যাচ্ছে।

ঠিক করলাম কাস্টম রম দেব। প্রথমে MIUI ফোরামে দেখলাম mi 5এর মার্সম্যালোর স্টেবল রমটাই সবচেয়ে ভাল। ন্যোগাটের স্টাবল miui রমে বাগ এ ভর্তি। স্টাবল রমে এত বাগ থাকে জানতাম না। যদি বাগই থাকে তো সেটা স্টাবল বলার কোন দরকার আছে।

XDA ফোরামে দেখলাম LineageOS, CyanogenMod, Resurrection Remix 7.1.2, AOSP 7.1.2, RESURRECTION REMIX M 5.7.0 ,Paranoid Android 7.2.0 এগুলোর ভালই রিভিউ দেয়া। দিয়েই দেখি একটা।

তারপর থেকে যন্ত্রণার শুরু। প্রথমে ফোন আন লক করতে হয়। miui ফোরাম থেকে (কষ্ট করেই) আনলক করার পোস্ট পেলাম একটা। প্রথমে শাওমির ওয়েব সাইটে দরখাস্ত দিতে হয়। -_- সেটা দিতে গিয়েও প্রবলেম। নামের যায়গায় নাম দিচ্ছি নেয় না। লেখা আসে কারেক্ট নাম দিতে। নিজের নাম, ফোনের নাম, ভার্সনের নাম, পরে ফ্রেন্ডদের নাম দিয়েও ট্রাই করলাম। কোনটাই নাকি কারেক্ট নাম না। পরে ফোরামে গিয়ে আবার খোঁজাখুঁজি।

শেষ পর্যন্ত সমাধান হল নামে কোন স্পেস দেয়া যাবে না। স্পেস দেয়া যাবে না!!!!? হা হয়ে ছিলাম অনেকক্ষণ। সারাদিন ধরে এত ট্রাই করে শেষে একটা স্পেসের জন্য আটকায় রাখছে আমাকে। এটা কি ধরনের নিয়ম 👿

তারপর আনলক করার পারমিশনেরর জন্য apply করা গেল। সেখানে বড় বড় করে লেখা ফোন আনলক করলে ম্যালা কিছু থেকে বঞ্চিত করবে শাওমি। আমি যেন ভালয় ভালয় রাস্তা ছেড়ে দেই। সেগুলো উপেক্ষা করে অ্যাপলাই করলাম।

কয়েকদিন পর ঢুকে দেখি কাজ হইছে। সেখান থেকে পিসির অানলক করার সফটওয়ার ডাউনলোড দিলাম। ডেভেলপার অপশন অন করে ফোন কানেক্ট করে আনলক দিলাম। হয় না। ডেভলপার অপশনে নাকি লগইন করতে হবে। ডেভেলপার অপশনেও লগইন করতে হয় কথাটা বিশ্বাস হচ্ছিল না। পরে গিয়ে দেখি সত্যি সত্যি। সেখানে লগইন আবার ফিরে এলাম আনলক করতে। যাক এবার তো হবে।

আনলক দিতে গেলাম দেখি ৭২ঘন্টা পর আমাকে করতে দেবে। এটাই নাকি নিয়ম! এমন মেজাজ খারাপ হল বলার মত না। আমার ফোন আমি আছার মারি না, ভাইরাস ঢুকাই না কি করি আমার ব্যাপার। তারা বলার কে! বাধ্য হয়ে আবার ৭২ঘন্টা ওয়েট করলাম। তারপর আবার পিসিতে বসে আনলক করতে হল।

আনলক শেষ। এবার TWRP দেবার পালা। সেটার জন্য পিসিতে ADB আর Flashtool দিয়ে কাজ করতে হবে। ADB আর flashtool কি জিনিস আর সেটা কিভাবে কি করে সেটা বুঝতে একদিন লাগল। মজার ব্যাপার হল এগুলো যারা বোঝে তাদের জন্য দেড় মিনিটের কাজ। দেড় মিনিটের কাজ করতে একদিন শেষ করলাম।

ADB আর ফ্লাশটুল বুঝে TWRP দিতে গেলাম। দেখি কমান্ড লাইন লিখতে হয়। আমার সাধের WINDOWS 10 এ যেখানে কমান্ড প্রম্ট থাকার কথা সেখানে windows পাওয়ার শেল দিয়ে রাখছে। এত খোজাখুজি করেও TWRP এর ফোল্ডারে কমান্ড প্রম্ট আনতে পারলাম না। পরে নিজের বুদ্ধি খাটিয়ে একটা উপায়ে কাজ হল।

কিন্তু সেটা হবার পর আবারো নামের প্রবলেম শুরু। TWRP এর পেজে লেখা ফাইল রিনেম করে twrp লিখতে। দিতেই থাকি কিন্তু পিসিতে দেখায় ভুল হইছে। দুই তিন ঘন্টা বোকার মত চেষ্টা করে শেষে গুগল শুরু।

পরে বের হল আসলে ফাইল রিনেম করে সামনে রিকভারি লিখতে হয়।

TWRP দেয়া হল। এখন রম দেবার পালা। কোথায় যেনো পরলাম ফোনে লক থাকলে সেটা TWRP তে লক চলে আসে। সত্যি তাই হল।

লক চেন্জ না করে পুরো ফোন রিসেট দিলাম। বুদ্ধিটা হল রিসেট দিলে লকমক সব নাই হয় যাবে। ফোনের লক খোলা থেকে শুরু করে কেস টেস পরিস্কার এত ঝামেলা কে করতে যায়। কিন্তু হিতে বিপরীত হল। ফোনের পুরো ফরম্যাট। সিস্টেম গায়েব। শুধু TWRP আছে আর কিছু নাই ফোনে। 😱😱😱

সেই TWRP ও আগের মত লক হয়ে আছে। শেষে TWRP থেকে লক সরাতে পারলাম।

কিন্তু ফোনে কিছু নাই। সত্যিই কিছু নাই। ভাবলাম আমি শেষ। এখন কি হবে!? পরে পিসি থেকে কিভাবে আবার রম দেয়া যায় সেটা খুজতে ২ঘন্টা শেষ করলাম। একটা জিনিস মাথায় আসলো দেখিতো পিসির সাথে এমনিতে কানেক্ট করে। দেখলাম কানেক্ট হয় আর ফাইল ম্যানেজার শো করে।

ফাইল ম্যানেজারে রম, জি আপস কপি পেস্ট করে ইন্সটল দিলাম। কিন্তু রম নেয় না। ইরর দেখায়। 😭

আর কত ঝামেলা করবে! শেষে টিউটোরিয়াল খুজে বের করে পুরো রম আনজিপ করে তার notepad++ দিয়ে কোড ঠিকঠাক করতে হল। আবার জিপ ফাইল করে ফোনে ইনস্টল দিলাম।

এবার জি অ্যাপস ঝামেলা শুরু করল। জি অ্যাপস এখন ARM32 আর ARM64 দুই রকম আর্কিটেকচারে বের হইছে জানতাম না। যার ফোন 64 বিটের তারা 32ইউজ করতে পারবে না। পরে ARM64 আর্কিটেকচারের জি অ্যাপস নিয়ে দিলাম।

কাজ শেষ হল অবশেষে। ঈদের ছুটির একটা বড় অংশ ফোনের পেছনে গেছে। কিন্তু নতুন রম দেবার পর ফোনটাকে অসম্ভব ভাল লাগছে। রমে কোন বাগ নেই।

আমি কেন জানি miui এর ফ্যান হতে পারিনি। আমার কাছে স্টক অ্যানড্রয়েড রমটাই বেষ্ট লাগে।

Comments

Popular posts from this blog

Abar ( আবার ) Lyrics - Minar Rahman

Abar ( আবার ) Lyrics - Minar Rahman তুমি কি আমার হাসি মুখের আবার কারন হবে ?  তুমি কি আমার শত ভুলের আবার বাড়ন হবে ? দেবো না জল আসতে চোখে ,  কোনদিনও আর ,  আর একটি বার দাও যদি জল মোছার অধিকার । তুমি কি আমার হাসি মুখের আবার কারন হবে?  তুমি কি আমার শত ভুলের আবার বাড়ন হবে ?  আমি তোমার নতুন ভোরের সূর্য হতে চাই ,  আমি আবার তোমার আসার প্রদীপ হতে চাই ।  দেবো না জল আসতে চোখে,  কোনদিনও আর,  আর একটি বার দাও যদি জল মোছার অধিকার ।  তুমি কি আমার হাসি মুখের আবার কারন হবে?  তুমি কি আমার শত ভুলের আবার বাড়ন হবে?  মুছে ফেলো অভিমানের দাগটি তুমি এবার,  হাসির আলো,  আমায় করো আলোকিত আবার । দেবো না জল আসতে চোখে,  কোনদিনও আর,  আর একটি বার দাও যদি জল মোছার অধিকার।  তুমি কি আমার হাসি সুখের আবার কারন হবে?  তুমি কি আমার শত ভুলের আবার বাড়ন হবে? Song: Abar Singer: Minar Lyrics: Snahashish Ghosh Music: Rezwan Sheikh Cast: Siam & Saira DOP: Suman Sarker Direction: Mahmudur Rahman Hime Asst director team: Emran Robin, Dipto...

Bangladeshi Movie Download Sites (বাংলাদেশী মুভি ডাউনলোড)

NEXTGEN BD - http://180.200.238.22/ Orangebd- orangebd home bd http://103.3.226.206/ Bangla Movie Download Sites new bangla movie Bangladeshi movies

এই. রাস্তা গুলো লাগে বড় অচেনা Lyrics [Bangla] | ai rasta gulo lage | দেবী (debi) by ADNAN ASHIF | bangla new song 2018

এই. রাস্তা গুলো লাগে বড় অচেনা. আকাশটার সাথে নাই জানাশোনা... এই. রাস্তা গুলো লাগে বড় অচেনা. আকাশটার সাথে নাই জানাশোনা... আমি তোর. প্রেমেতে অন্ধ  ছিলো চোখ কান সব বন্ধ..... থেমে গেছে জীবনের লেনাদেনা...................... সেই পুরোনো রাস্তাটায়.  আজ একা একা হেটে  যাই  হচ্ছনা হিসাবের বনিবনা...  এখন এমনি করে  ভালো  কেমন করে বাসি অন্য কোনো পাখিকে ।।।।। তার চেয়ে ভালো ছিল তুই নিজ হাতে খুন করে.. যেতি,,,,  আমাকে......... এই দুপুর রোদের ভিড়ে  একটু খিদে পেলে  তোর  নাম্বারটায় ফোনতো আর ঢোকেনা...  তুই তো জানিস  ঠিক  তুই ছাড়া আমার  মুখের অমৃতটাও একা  রোচেনা.....  মাঝরাতে তোর SMS er Tone  আমার গভীর  ঘুম টাকে আর ভাঙ্গায় না ব্যস্ত নগড়ে  আমার বুকের গভীরে  তোর মাথা রাখা মনটাকে রাঙ্গায় না,,,,,  এখন এমনি শত যন্ত্রনা  কেমনি করে বলি  অন্য কোনো সাথীকে,,,,,  তার চেয়ে ভালো ছিল তুই নিজ হাতে খুন করে.. যেতি,,,,  কতনা ভাল হত তু্ই আসতি যদি ফিরে স্বপ্ন দিয়...