হেনস্থা হবার একটা লিমিট থাকে। কোন অবৈধ্য কাজ করছি না, কোন অপরাধও করছি না। তারপরও এক রম ইন্সটল দিতে যা যা হইছে তা কল্পণার বাইরে ছিল। 😒 ডিভাইসের নাম xiaomi mi 5। সেই কবে বলছে miui 9 স্টাবল দেবে দেবে করছে। কিন্তু দেবার কোন খোজ নাই। মাস পার হয়ে যাচ্ছে। ঠিক করলাম কাস্টম রম দেব। প্রথমে MIUI ফোরামে দেখলাম mi 5এর মার্সম্যালোর স্টেবল রমটাই সবচেয়ে ভাল। ন্যোগাটের স্টাবল miui রমে বাগ এ ভর্তি। স্টাবল রমে এত বাগ থাকে জানতাম না। যদি বাগই থাকে তো সেটা স্টাবল বলার কোন দরকার আছে। XDA ফোরামে দেখলাম LineageOS, CyanogenMod, Resurrection Remix 7.1.2, AOSP 7.1.2, RESURRECTION REMIX M 5.7.0 ,Paranoid Android 7.2.0 এগুলোর ভালই রিভিউ দেয়া। দিয়েই দেখি একটা। তারপর থেকে যন্ত্রণার শুরু। প্রথমে ফোন আন লক করতে হয়। miui ফোরাম থেকে (কষ্ট করেই) আনলক করার পোস্ট পেলাম একটা। প্রথমে শাওমির ওয়েব সাইটে দরখাস্ত দিতে হয়। -_- সেটা দিতে গিয়েও প্রবলেম। নামের যায়গায় নাম দিচ্ছি নেয় না। লেখা আসে কারেক্ট নাম দিতে। নিজের নাম, ফোনের নাম, ভার্সনের নাম, পরে ফ্রেন্ডদের নাম দিয়েও ট্রাই করলাম। কোনটাই নাকি কারেক্ট নাম না। পরে ফোরামে গিয়ে...