গত বছর সদ্য এইচ এস সি পাশ করিয়াছি। তখন এক নিকট বন্ধুর রিলেশন তুমুল গতিতে চলিতেছিল। একদিন তাকে তার রিলেশন নিয়ে ভবিষ্যৎ বাণী করিলাম, "মনে আঘাত নিও না বন্ধু, তোমাদিগকের রিলেশন আগামী এক বৎসরের মাঝেই টুটিয়া যাইবে।লিখিয়া রাখো উক্তিখানা। " তিনি ঘাড় বাঁকিয়া উচ্চস্বরে বলিয়াছিলেন , "আমাদিগকের রিলেশন অন্য আর দশখানা রিলেশনের সহিত মিলাইওনা। আমোরা অনেক জল ঘোলা করিবার পরও রিলেশন টিকিয়া রাখিয়াছি।" আমি ইহা শুনিয়া চঞ্চু বাঁকা করিয়া বলিয়াছিলাম, "বালক রোসো রোসো, রিলেশন ভুতপূর্ব অতীত মানিয়া চল ে না। ঘটমান বর্তমান মানিয়াও চলে না। ভবিষ্যত বরের ভবিষ্যৎ ঠিক আছে কিনা নামক একখানা বায়বীয় রথে চলাচল করে। " তিনি বলিলেন, "বুঝি নাই।" প্রেমে মজিলে না বোঝারই কথা। আমি তাহাকে একটু খুলিয়া বলিলাম "দেখো তুমি যাহাকে বিশ্বাস করিতেছো, প্রণয়ে আবধ্য হইয়াছো তাহার হরমোন নামক একখানা সরেশ অঙ্গাণু রহিয়াছে। ধরি তুমি রিলেশন টিকিয়া রাখিবার নিমিত্তে অতিশয় নীচুকাজ করিতেও রাজি কিন্তু তোমার দুহিতা (জিঅ্যাপ) সময়ে সময়ে পরিবর্তন হইবে। আজ তাহার নিকট তুমি ইম্পর্টেন্ট, কাল বাবা মা ইম্...