অাকাশ জোড়া মেঘ করেছে
ডাকছে গুড়ু গুড়ু
অামি জানি মেঘে তোর ভয়
বুক কাপে দুরু দুরু
ভয় নেই ওরে আমি আছি না
তবুও যেত না ভয়
বলতি অামায় পাশে থাকি যেন
হোক, যা কিছুই হয়
ও রাত পাখি তুই রাখলিনা, তুই রাখলিনা তোর কথা
ও রাত পাখি তুই বুঝলিনা, শুধু বাড়ালি বুকের ব্যাথা
ও রাত পাখি তুই জানলিনা, এখনও চায় মন যে তোকে
ও রাত পাখি তুই ফিরে আয়, প্লিজ ফিরে আয় এ বুকে
বাইরে এবার বৃষ্টি নামলে
নামবি আমার সাথে?
যত ব্যাথা আর যত কষ্ট
ধুয়ে যেতো এই রাতে
ঝমঝমেতে বৃষ্টি নামল
আসবিনা তুই জানি
মেঘগুলো সব করে কলোরব
ঝরে যাক সব পানি।
ও রাত পাখি তুই মানলি না, তুই ভেঙে দিলি স্বপ্ন টাকে
ও রাত পাখি তুই নিয়ে গেলি সব, নিয়ে গেলি ভেতরটাকে
ও রাত পাখি জানিস কি তুই, একা নেই আমি সুখে
ও রাত পাখি তুই ফিরে আয়, প্লিজ ফিরে আয় এই বুকে
ডাকছে গুড়ু গুড়ু
অামি জানি মেঘে তোর ভয়
বুক কাপে দুরু দুরু
ভয় নেই ওরে আমি আছি না
তবুও যেত না ভয়
বলতি অামায় পাশে থাকি যেন
হোক, যা কিছুই হয়
ও রাত পাখি তুই রাখলিনা, তুই রাখলিনা তোর কথা
ও রাত পাখি তুই বুঝলিনা, শুধু বাড়ালি বুকের ব্যাথা
ও রাত পাখি তুই জানলিনা, এখনও চায় মন যে তোকে
ও রাত পাখি তুই ফিরে আয়, প্লিজ ফিরে আয় এ বুকে
বাইরে এবার বৃষ্টি নামলে
নামবি আমার সাথে?
যত ব্যাথা আর যত কষ্ট
ধুয়ে যেতো এই রাতে
ঝমঝমেতে বৃষ্টি নামল
আসবিনা তুই জানি
মেঘগুলো সব করে কলোরব
ঝরে যাক সব পানি।
ও রাত পাখি তুই মানলি না, তুই ভেঙে দিলি স্বপ্ন টাকে
ও রাত পাখি তুই নিয়ে গেলি সব, নিয়ে গেলি ভেতরটাকে
ও রাত পাখি জানিস কি তুই, একা নেই আমি সুখে
ও রাত পাখি তুই ফিরে আয়, প্লিজ ফিরে আয় এই বুকে
Comments
Post a Comment