আপনি কি সেলিব্রিটিদের মত আপনার নামের শেষে ফেসবুক ভেরিফাইড টিক চিহ্নটি দেখতে চান? )। :P :P আপনাদের স্বপ্ন পূরণ করতে আমি এসে গেছি। ভেরিফাইড টিক চিহ্নটি পাবার সবচেয়ে সহজ উপায়টা বলব। (১০০% working) যা যা লাগবে - নেট কানেকশন ফেসবুক আইডি পিসি বা ল্যাপটপ গোলযোগ বিহীন মাউসের ডান পাশের বাটন কিবোর্ডের cltr, c এবং v বাটন (কপি পেষ্টের জন্য) আপনার মত ভেরিফাইডের স্বপ্নে বিভোর টিপাটিপি জানা মানুষ প্রথমে আপনাকে আপনার প্রোফাইলের ছবি এবং স্টাটাসে দুই হাজারের মত লাইক ম্যানেজ করতে হবে। কি বললেন! আপনার কাঠবলদ বন্ধুরা আপনার মেধা সৃজনশীলতাকে পাত্তা দেয় না! আপনার মত রাজপুত্রের ছবিতে লাইক দিতে চায় না তারা! ইনিয়ে বিনিয়ে লাইক চাইলে বলে "দেশে পুরান সেলিব্রিটি (পড়ুন পাগল) লাইক পায় না, নতুন সেলিব্রিটির (পড়ুন ছাগল) আমদানি, যা ভাগ"। ভাই বুকে আসেন। আমারো একি অবস্থা। চলেন লাইক ছাড়াই আপনার নামের পাশে ভেরিফাইড চিহ্নটা বসানোর চেষ্টা করি। খুব সোজা। সর্বপ্রথম আপনাকে ভেরিফাইড কারো প্রোফাইলে যেতে হবে। আচ্ছা Mark Zuckerberg ভাইয়ের আইডিতেই যাই। প্রথমে সার্চ দিয়ে তাকে বের করি। তারপর তার প্রোফাই...